West Medinipur News: সাইরেন বাজিয়ে এল দমকল, আগুন নেভাতে নয়! ধুয়ে দিল প্রাচীন বটগাছ, মেদিনীপুরে যা ঘটছে জানলে আশ্চর্য হবেন
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
West Medinipur News: বন দফতর এবং দমকলের তড়িঘড়ি উদ্যোগে ধুয়ে দেওয়া হল মস্ত বটগাছ। স্বস্তি ফিরেছে সাধারণ মানুষ ও পরিবেশপ্রেমীদের মধ্যে। কী কারণে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে প্রাচীন ওই বটগাছ ধোয়া হল জানেন?
নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: শীতের সময় সকাল হোক বা সন্ধ্যা পাখির কলতানে মুখরিত থাকে গোটা এলাকা। সন্ধ্যা নামতেই ঘরে ফেরা, ছোট ছোট পাখির বাচ্চাদের কিচিরমিচির ডাকে ভরে থাকে সারা গ্রাম। তবে এর মাঝে এক ভয়ঙ্কর ঘটনা। গাছের নীচে যখন তখন মরে পড়ছে এক একটি পাখি। যাদের মধ্যে দেশীয় প্রজাতি, বেশ কিছু বিলুপ্তপ্রায় প্রজাতি থেকে বিভিন্ন পরিযায়ী পাখিও রয়েছে। অনুমান করা হচ্ছে, একাংশ মানুষজনের লোভ লালসার শিকার হচ্ছে এই পাখিরা। গাছে বিষ প্রয়োগের ফলে মৃত্যু হচ্ছে পাখিদের।
রবিবার থেকে সেই সংখ্যাটা অনেক বেড়েছে। এরপরই গাছ ধুয়ে ফেলার সিদ্ধান্ত নেয় বন দফতর। সোমবার বন দফতরের নির্দেশ মতো, ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকলের একটি ইঞ্জিন গোটা গাছকে জল দিয়ে ধুয়ে দেয়।
আরও পড়ুনঃ দাঁতালের আতঙ্কে কাঁটা জঙ্গলমহল! বেড়ে চলা হাতি-মানুষ সংঘাতের নেপথ্যে লুকিয়ে ‘বিশেষ’ কারণ, সামনে আনলেন গবেষকরা
বিষক্রিয়াজনিত মৃত্যুর কারণে গোটা গাছকে ধুয়ে দেওয়ার পরিকল্পনা নিয়েছিল বনবিভাগ। সেই মতো সোমবার বিকেলে দমকল কর্মীরা এসে জল স্প্রে করে গাছটিকে ধোয়ার বন্দোবস্ত করে। প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের আম্বিডাঙ্গর এলাকায় একটি প্রাচীন বটগাছের নীচে পাখি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ধানক্ষেতই এখন তার ক্লাসরুম! ডাক্তার হওয়ার ‘সোনালি’ স্বপ্নে চিকচিক করছে ছোট্ট নিকিতার দু’চোখ, দারিদ্রতাকে বুড়ো আঙুল দেখিয়ে চালাচ্ছে লেখাপড়া
বন বিভাগের প্রাথমিক অনুমান, একাংশ মানুষের বিষ প্রয়োগের কারণে এই ঘটনা ঘটছে। পরিযায়ী পাখির মৃত্যু ঘিরে তৎপরতা দেখা যায় বন দফতরের মধ্যে। বেলদার আম্বিডাঙ্গরে আসে দমকল পাশাপাশি পরিবেশপ্রেমী ও বিজ্ঞান মনস্ক ব্যক্তিরা। প্রাচীন বটগাছ-সহ সংলগ্ন জঙ্গল এলাকাগুলোতে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়। সঙ্গে ছিল খড়গপুর বনবিভাগ, পশ্চিমবঙ্গ বিজ্ঞান ও প্রযুক্তি মঞ্চের বেলদা ও খাকুড়দা শাখা। তাঁদের উদ্যোগে এলাকায় মাইকিং করে পরিবেশ সচেতনতা মূলক প্রচার চালানো হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। বনবিভাগ এবং দমকলের তরফে গাছ ও সংলগ্ন এলাকা ধুয়ে দেওয়ার পর কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সাধারণ মানুষ ও পরিবেশপ্রেমীদের মধ্যে। তবে এমন ঘটনা যারা ঘটিয়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে চলেছে বন বিভাগ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Nov 26, 2025 10:19 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: সাইরেন বাজিয়ে এল দমকল, আগুন নেভাতে নয়! ধুয়ে দিল প্রাচীন বটগাছ, মেদিনীপুরে যা ঘটছে জানলে আশ্চর্য হবেন









