স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, ডিসেম্বরের শেষ সপ্তাহে হাজারদুয়ারি-সহ অন্যান্য সমস্ত পর্যটন স্থলে ধীরে ধীরে ভিড় জমিয়েছে পর্যটকেরা। বছরের অন্যান্য দিনের তুলনায় গত দু’দিন ধরেই স্বাভাবিক ভাবেই নজর কাড়া ভিড় ছিল। সেই সঙ্গে হাজারদুয়ারিকে কেন্দ্র করে যে সমস্ত ব্যবসা গড়ে উঠেছে সেই সব ব্যবসায়ীদের মুখেও চওড়া হাসি। আগত দর্শনার্থীরা আসছেন দেখছেন ঘুরছেন। টানা তিনদিন ছুটি নিয়ে অনেকেই কাটিয়ে যাচ্ছেন হাজারদুয়ারি-সহ ইতিহাস নগরীতে।
advertisement
জানা গিয়েছে, শীতের সকালে মুর্শিদাবাদের দর্শনীয় স্থানগুলিতে উপচে পড়া ভিড় বর্তমানে। হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম, মোতিঝিল, কাটরা মসজিদ, কাঠগোলাপ বাগান-সহ বিভিন্ন জায়গায় দিনভর পর্যটকদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। এদিন বেলা গড়াতেই পর্যটকদের সংখ্যাও বাড়তে থাকে। গত দু’দিনের বিকেলের দিকে হাজারদুয়ারির টিকিট কাউন্টার থেকে প্রায় আড়াই লক্ষ টাকার টিকিট বিক্রি হয়েছে বলে প্যালেস কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয় ব্যবসায়ী ও গাইডরা জানান, মুর্শিদাবাদ ঘুরতে আসা পর্যটকরা প্রথমে কাঠগোলা বাগান ও প্রাসাদ, ১১০০ কবর, তোপখানা, কাটরা মসজিদ, নশিপুর রাজবাড়ি ঘুরে দেখেন। তারপরে দুপুরের খাওয়াদাওয়ার পর্ব সেরে দ্বিতীয়ার্ধে হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম ও মোতিঝিলে ঘুরে যান। হাজারদুয়ারি প্যালেস মিউজিয়ামের এক কর্মী বলেন, টিকিট কাউন্টার খোলা থেকে বন্ধ হওয়া পর্যন্ত পর্যটকদের লম্বা লাইন থাকছে, ফলে শীতের মরশুমে জমজমাট পর্যটন মরশুম নবাবের জেলা মুর্শিদাবাদ।





