নৌকায় অতিরিক্ত যাত্রী থাকার কারণে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তবে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানীনগর থানার পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত সুজন সেখ নামের এক যুবক নিখোঁজ রয়েছেন বলে খবর। তার খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। মাছ ধরার জাল দিয়ে খোঁজ চলছে।
আরও পড়ুন : ২০ টাকায় স্মার্টফোন? লোভে পড়ে সর্বনাশ! সাংঘাতিক কাণ্ড নদিয়ায়, না জানলে মিস
advertisement
জানা গিয়েছে, এদিন মঙ্গলবার সকালে চর সরণদাজপুর কারগিল ঘাট থেকে অপর পারে যাওয়ার সময় একটি নৌকা উল্টে যায়। নৌকাটিতে প্রায় ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে অধিকাংশকে উদ্ধার করা হয়েছে। কিন্তু একজন এখনও নিখোঁজ রয়েছেন। যে ঘটনা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে। অন্যদিকে ঘটনা জানাজানি হতেই নদীর তীরে ভীড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন : ভিনরাজ্যে যাচ্ছে বাংলার ‘এই’ গ্রামে তৈরি পোশাক! তবু কেন খুশি নন তাঁতিরা? জানুন আসল ঘটনা
সুজন সেখের পরিবারের লোকজন উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। প্রশাসনের তরফ থেকে ডুবুরি আনার প্রক্রিয়া শুরু হয়েছে। অন্যদিকে সাতসকালে এমন দুর্ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। যে সমস্ত যাত্রীরা নৌকায় ছিলেন, তারাও এই ঘটনর জেরে বেশ আতঙ্কিত।