আরও পড়ুন : দেউচা-পাঁচামি কয়লা খনি প্রকল্পের জন্য গাছ ‘পুনর্বাসন’ শুরু হয়েছিল! সেই গাছগুলি আজ কেমন আছে? জানুন
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সীমান্তে দুস্কৃতীদের দৌরাত্ম্য শুধু নয়, বিভিন্ন সময় দেখা গিয়েছে আগ্নেয়াস্ত্র নিয়ে জেলায় প্রবেশ করা হচ্ছে। গত তিন দিনে বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং জাল নোট উদ্ধার করেছে জেলা পুলিশ। আর সেই কারণেই পুলিশের পক্ষ থেকে রাতে কড়া নজরদারি শুরু করা হয়েছে। সাধারণ পথচারী এবং গাড়ির চালকরা জানিয়েছেন, পুলিশের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। তবে শুধু বর্তমানে সময় পরিপ্রেক্ষিতে বলে নয়, সারা বছর যাতে এই নাকা চেকিং এবং পুলিশি নিরাপত্তা যদি থাকে তাহলে সাধারণ মানুষ নিশ্চিন্তে থাকতে পারবেন। জলঙ্গি এবং সাগরপাড়া থানা মূলত সীমান্তবর্তী এলাকা হিসেবেই পরিচিত তাই এখানে অসাধু কাজ রুখতে পুলিশের এই ভূমিকা বেশ প্রশংসনীয়।
advertisement