Birbhum News: দেউচা-পাঁচামি কয়লা খনি প্রকল্পের জন্য গাছ ‘পুনর্বাসন’ শুরু হয়েছিল! সেই গাছগুলি আজ কেমন আছে? জানুন

Last Updated:

Birbhum News:মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বাস্তবায়িত করতে বড় বড় গাছ তুলে করা হয়েছিল সেই গাছের পুনর্বাসন, সেই গাছগুলির আজ কী অবস্থা?

গাছ সরানো হচ্ছে
গাছ সরানো হচ্ছে
সৌভিক রায়, বীরভূম: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দেউচা পাঁচামি কয়লা খনি প্রকল্প।এশিয়ার সর্ববৃহৎ ও পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম কয়লা ব্লক ! দেউচা পাঁচামি নিয়ে রাজ্য সরকারের আশা আকাঙ্ক্ষা অনেকখানি।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরকে বার বার বলতে শোনা গিয়েছে এই কয়লা খনি থেকে কয়লা উত্তোলন সম্ভব হলে রাজ্যে বিদ্যুতের মাশুল কমবে।
এই দেউচা পাঁচামি প্রকল্পের প্রথম পর্যায়ে কাজ শুরু হয়েছে কয়েক মাস আগে।এলাকার মানুষকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, দেউচা-পাঁচামি কয়লা খনি প্রকল্প বাস্তবায়িত করতে একটিও গাছ নষ্ট করা হবে না।
সেই মতো প্রকল্প এলাকার বাইরে এক কিলোমিটারের মধ্যেই ভূমি ও ভূমি সংস্কার দফতরের চিহ্নিত নির্দিষ্ট জায়গায় ‘ট্রান্সলোকেট’ বা পুনর্বাসন দেওয়ার লক্ষ্যে গাছ তোলার কাজ শুরু হয়েছিল। প্রথম পর্যায়ে কাজ শুরু কয়েক দিনের মধ্যেই আনুমানিক প্রায় দেড় কোটি টাকারও বেশি অর্থ খরচ করে জঙ্গলের ‘পুনর্বাসন’ ঘটাচ্ছে বীরভূম জেলা প্রশাসন।
advertisement
advertisement
প্রশাসন সূত্রে জানা যায় এই দেউচা পাঁচামিতে রয়েছে অনেকগুলি মৌজা।সেরকমই একটি মৌজার নাম চাঁদা।সেই চাঁদাতেই ছিল এই জঙ্গলটি।বীরভূমের জেলাশাসক বিধান রায় বলেন, “প্রথম ধাপে ১৮০টি গাছকে আমরা তুলে নিয়ে গিয়ে অন্যত্র বসিয়েছিলাম।শুক্রবার পর্যন্ত মোট ৫৪৬টি গাছকে সরানো হয়েছে।ধাপে ধাপে বাকিগুলিও হবে।”
জেলাশাসক এ-ও জানিয়েছেন যে, প্রথম পর্যায়ে যে ১৮০টি গাছকে তুলে নিয়ে গিয়ে এক কিলোমিটারের মধ্যে বসানো হয়েছিল,সেই সব গাছেরই ডালে এখন সবুজ পাতার সমাহার। মূলত জানা যায় আদিবাসী মানুষের কাছে জঙ্গল এবং বিশেষ কিছু গাছের আলাদা গুরুত্ব রয়েছে।নির্দিষ্ট কিছু গাছ রয়েছে, যা তাঁদের কাছে পূজনীয়।স্থানীয়দেরই দাবি ছিল আর যাওয়া হবে হোক, শুধুমাত্র জঙ্গল রক্ষা করতে হবেই।
advertisement
আরও পড়ুন : বাতকর্ম-পায়চারি! দিনের ‘এই বিশেষ সময়ে’ হাঁটতে হাঁটতে বায়ু নিঃসরণ করলেই গায়েব ব্লাড সুগার-হাই প্রেশার-বাড়তি ওজন! এক ফোঁটাও বাড়বে না বয়স!
এরপরেই জেলা প্রশাসনের তরফে ডাকা হয় ‘গ্লোবাল টেন্ডার’।সেই দরপত্রের ভিত্তিতেই একটি বেসরকারি সংস্থাকে ওই কাজের দায়িত্ব দিয়েছে প্রশাসন।দু’জন বিশেষজ্ঞকেও নিয়োগ করেছে তারা।বিগত দেড় মাস ধরে জঙ্গল সরানোর কাজ চলছে ডেউচায়। সেই গাছগুলি বর্তমানে সবুজে আচ্ছন্ন হয়ে রয়েছে।তাতেই খুশি এলাকার মানুষেরা।
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Birbhum News: দেউচা-পাঁচামি কয়লা খনি প্রকল্পের জন্য গাছ ‘পুনর্বাসন’ শুরু হয়েছিল! সেই গাছগুলি আজ কেমন আছে? জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement