ঘটনার পরই আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন। দ্রুত তাদের হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। আহত দুই পুলিশকর্মী-সহ মোট চারজনকে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
advertisement
আহতরা জানিয়েছেন, দু’জন পুলিশ কর্মী মোটরবাইক নিয়ে অন্যান্য দিনের মতোই কর্মস্থলে যাচ্ছিলেন। আর তখনই ঘটে বিপত্তি। মুহুর্তেই এই ঘটনা ঘটবে কেউ বুঝে উঠতে পারেননি। তড়িঘড়ি আহত অবস্থায় চারজনকেই নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে সকলের অবস্থা স্থিতিশীল রয়েছে।
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, বর্তমানে এই গ্রামীণ সড়ক হলেও নিত্যদিন মোটরবাইক বাহিনীর অতি দ্রুত গতিতে চালানোর ফলেই নিত্যদিন ঘটেছে দুর্ঘটনা। দ্রুত গতিতে বাইক চালানোর কারণেই একের পর এক দুর্ঘটনা ঘটেছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশ জানিয়েছে, “বর্তমানে আহত অবস্থায় সকলেই চিকিৎসাধীন আছেন। অবস্থা স্থিতিশীল রয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটল তাও খতিয়ে দেখা হবে। তবে দুজন পুলিশ কর্মী আমাদের আহত হয়েছেন। গ্রামের বাসিন্দারা দ্রুত ছুটে এসে তড়িঘড়ি তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন চিকিৎসার জন্য।”






