জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ মানুষের কথা মাথায় রেখে জলসত্রের ব্যবস্থা করা হল বড়ঞা ব্লকে। পথচলতি তৃষ্ণার্ত, সাধারণ মানুষ-সহ সবাইকে জল দেওয়া হচ্ছে এই জলসত্র থেকে। জলের সঙ্গে শরীর ঠান্ডা করার জন্য রয়েছে বাতাসা। প্রচন্ড গরমে তেষ্টার মধ্যে এক গ্লাস জল পেয়ে খুশি প্রকাশ করেছেন পথ চলতি সাধারণ মানুষ জনও।
advertisement
আরও পড়ুন : এ রহস্যের সমাধান হবে? চুঁচুঁড়ায় ৩০০ বছরের ওলন্দাজ গোরস্থানে গণ্ডগোল
আরও পড়ুন : দুপুরের তীব্র গরমে পথচলতি মানুষের দিকে পুলিশের মানবিক হাত এগিয়ে দিল জলের বোতল
স্বামী বিবেকানন্দ বাণীতে উদ্বুদ্ধ হয়ে জীবন্ত ঈশ্বরের সেবাতেই উদ্যোগী হয়েছে বড়ঞা ব্লকের কুরিচা তরুণ সংঘ। অভিনব উদ্যোগে পথচলতি সাধারণ মানুষের হাতে জল তুলে দেওয়া হচ্ছে। পথচলতি তৃষ্ণার্ত মানুষ এই জল পেয়ে বেশ খুশি প্রকাশ করেছেন। তাঁদের কথায়, গরম থেকে বাঁচতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। অতি প্রয়োজন ছাড়া কেউ বার হচ্ছেন না বাড়ি থেকে। যারা বেরোচ্ছেন তাঁরাও বিশ্রাম নিতে গাছের তলায় আশ্রয় নিচ্ছেন প্রায় সকলেই। তৃষ্ণার্ত পথিকের হাতে জল তুলে দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথচলতি সকল স্তরের মানুষ জন। সমগ্র বৈশাখ মাস জুড়েই চলবে এই জলছত্র, বলে জানিয়েছেন উদ্যোক্তারা। তাঁদের এই উদ্যোগ মনে করিয়ে দিচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘জলসত্র’ ছোটগল্পটিকে৷
( প্রতিবেদন : কৌশিক অধিকারী)