স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন এলাকা থেকে পরিবার-পরিজন নিয়ে মানুষ আসছেন পদ্মার পাড়ে। মূল আকর্ষণ হয়ে উঠেছে নৌকা বিহার। ছোট-বড় নানান সাইজের ইঞ্জিনচালিত নৌকায় করে পর্যটকরা নদীর বুকে ঘুরে বেড়াচ্ছেন। জন প্রতি মাত্র ৫০ টাকার বিনিময়ে ২০ থেকে ৩০ মিনিটের এই ভ্রমণ উপভোগ করছেন সকলেই। পদ্মার ঢেউ, নদীর বিশালতা আর প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতিদিনই বাড়ছে পর্যটকদের সংখ্যা। ফলে আর্থিক মুনাফা করছেন নৌ চালকরা।
advertisement
আরও পড়ুন : বছর কেটে গেলেও নাম কাটেনি! ইসলামপুরে ভূতুড়ে ভোটার নিয়ে বিতর্ক
নৌ চালকদের কথায়, এই মরশুমে স্থানীয় মাঝি ও নৌকা চালকেরা ভাল আয় করছেন। সাধারণত সারা বছর তাদের আর্থিক অবস্থা অনিশ্চিত থাকে। কিন্তু এই সময়ে নদীতে পর্যটক বাড়ায় তাদের রোজগারও চোখে পড়ার মতো। পর্যটনপ্রেমীদের উপস্থিতি শুধু পদ্মাপাড়ের পরিবেশকেই প্রাণবন্ত করছে না, পাশাপাশি সীমান্তবর্তী এই অঞ্চলের অর্থনীতিতেও নতুন সম্ভাবনা তৈরি করছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
নৌবিহারে আসা এক পর্যটক জানিয়েছেন, মুর্শিদাবাদ জেলাতে অনেক ছোট ছোট ভ্রমণ কেন্দ্র আছে। ঠিক তার মধ্যে অন্যতম এই পদ্মা নদীতে নৌবিহার। জলস্তর বৃদ্ধির কারণেই নদীপথে নৌবিহার বেশ আনন্দ দায়কয পরিবার নিয়ে একদিন ছুটি কাটাতে নৌবিহার যাত্রাপথ খুবই সুন্দর। সীমান্তবর্তী বাসিন্দাদের কথায়, পদ্মার বুকের নৌকা ভ্রমণ এখন মুর্শিদাবাদবাসীর কাছে আনন্দের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে।