আরও পড়ুনঃ টানা বৃষ্টিতে বেহাল দিল্লি! দেওয়াল চাপা পড়ে মৃত্যু বাংলার একই পরিবারের চার শ্রমিকের
জানা গিয়েছে, তীব্র বৃষ্টির ফলে গ্রামের মাটির রাস্তা কাদায় পরিনত হয়েছে। চলাচলের অযোগ্য। এক হাঁটু কাদা পেরিয়ে যেতে হয় গন্তব্যস্থলে। এরই মাঝে গ্ৰামের অবসরপ্রাপ্ত শিক্ষক রাধাবিনোদ ঘোষ শুক্রবার রাতে অসুস্থ হয়ে পড়েন। অবসরপ্রাপ্ত শিক্ষককে গভীর রাতেই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে উদ্যোগ নেয় পরিবার। সাহায্যে এগিয়ে আসেন প্রতিবেশীরা। কিন্তু গ্রামের কাঁচা রাস্তা জুড়ে গর্ত ও কাদার কারণে অ্যাম্বুলেন্স সময়মতো এসে পৌঁছতে পারল না। আর সেই কারণেই মূল্যবান সময় নষ্ট হয়। বাড়িতেই চিকিৎসা না পেয়ে মারা যান রাধাবিনোদ, অভিযোগ স্থানীয় লোকজনদের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পরিবারের দাবি, সময়মতো চিকিৎসা পেলে তাঁর জীবন বাঁচানো যেত। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, বহুদিন ধরে এই রাস্তা মেরামতের জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও লাভ হয়নি। যার কারণে গ্রামের বাসিন্দারা তীব্র যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন। গ্রামে মাটির কাঁচা রাস্তা প্রাণ কাড়ল অবসরপ্রাপ্ত শিক্ষকের। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার-সহ গ্রাম জুড়ে।