আহত এক শিশুর পায়ে চোট লাগে। যদিও জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, তিনজন শিশু হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তারা বর্তমানে স্থিতিশীল আছে।শঙ্করপুর গ্রামের স্থানীয় বাসিন্দা আজাহারুল হক জানিয়েছেন, মেহেদিনা পারভিন ও মাফুদা এরা দুই বোন। সঙ্গে ছিল তাদের বন্ধু ওয়াসিম আখতার। বুধবার সকালে ওয়াসিম আখতার সঙ্গে ছিল মেহেদিনা পারভিন ও মাফুদা।
advertisement
আরও পড়ুন:গোয়ালঘর, রাধাবল্লব নামের ভুয়ো অ্যাকাউন্টে লক্ষাধিক টাকা! রাতারাতি ২৬ জন লাখপতি!
শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা মধুমিতা দাস জানান, হাউসনগর শিশু শিক্ষা কেন্দ্রের মিড ডে মিলের ডিম ও খিচুড়ি খাবার আনতে এসেই রাস্তায় বোমা ফেটে আহত হন তিনজন শিশু পড়ুয়া। ওয়াসিম আখতার সহ তিনজনে খেলনার মতো বলকে বোমা ভেবে খেলতে গিয়ে বোম ফেটে আহত হন তিনজন পড়ুয়া। আহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বোমার আওয়াজ শুনে আমরা ছুটে যায়। দেখতে পাওয়া যায় বোমার আঘাতে আহত অবস্থায় পড়ে আছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি করানো হয়েছে চিকিৎসার জন্য।
কৌশিক অধিকারী