ক্যামেরার মুখোমুখি দাঁড়িয়ে হাজি রবিউল শেখ জানিয়েছেন, প্রায় পৌনে দুই লক্ষ টাকা ব্যয় করে তিনতলা বাড়ির উপরে থাকা সিঁড়ি ঘরের ছাদের উপরে তৈরি করা হয়েছে এই মাহিন্দা থার। সিমেন্ট, বালি, পাথর দিয়ে টানা এক মাসের প্রচেষ্টায় তৈরি করা হয়েছে এই গাড়ি। থরটি তৈরি করেছেন সামশেরগঞ্জের কাকুড়িয়া গ্রামের অসীম নামে একজন রাজমিস্ত্রি।
advertisement
৬২ বছর বয়সী পেশায় ব্যবসায়ী রবিউল হাজির দাবি, দীর্ঘদিনের শখের বসেই তার এই উদ্যোগ। শুধু থার নির্মাণই নয়, থারের মধ্যেই অভিনব উদ্যোগে জলের পাইপ লাইন কানেকশন করে পরিবারে সাপ্লাই দেওয়া হচ্ছে পানীয় জল। এদিকে রাস্তার ধারে এভাবে অভিনব আইডিয়া দিয়ে মাহিন্দ্রা থার বানাতেই চোখে পড়ছে সকলের। অনেকেই আবার রসিকতাও করছেন। থার দেখে দাঁড়িয়ে গিয়ে আনন্দ উপভোগ করছেন পথচারীরা। কেউ কেউ আবার ট্রোল করতেও ছাড়েননি।
যদিও বাড়ির মালিক জানান, “আমার অনেক দিনের শখ ছিল এই গাড়িটি। কিন্তু আসল গাড়িটি এখনও কিনতে পারিনি। তাই নতুন ওই গাড়ির মডেল যখনই বাজারে এসেছিল তখন থেকেই সেই গাড়িটির আদলে ট্যাঙ্ক বানানোর পরিকল্পনা ছিল আমার। অবশেষে আমার শখ পূরণ হল। সবাই এসে আমার এই গাড়ি দেখছে দেখেও আমার খুব ভাল লাগছে।”
কৌশিক অধিকারী