TRENDING:

Viral News: এ কী কাণ্ড! সটান বাড়ির ছাদে উঠে গেল 'থার' গাড়ি! তারপরই শুরু..., ছুটে আসছেন দূর-দূরান্তের মানুষ

Last Updated:

Viral News: এ কী কাণ্ড! তিনতলা বাড়ির সিঁড়ি ঘরের উপরে দাঁড়িয়ে রয়েছে মাহিন্দ্রার লালরঙা 'থার' গাড়ি। থার দেখে দাঁড়িয়ে গিয়ে আনন্দ উপভোগ করছেন পথচারীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: এ কী কাণ্ড! তিনতলা বাড়ির সিঁড়ি ঘরের উপরে দাঁড়িয়ে রয়েছে মাহিন্দ্রার লালরঙা ‘থার’ গাড়ি। সটান তিনতলা বাড়ির উপরেই বা কি করে উঠবে থার গাড়ি। আর পথ চলতি সাধারণ মানুষ রাস্তায় যেতেই নীচ থেকে দাঁড়িয়ে সেই থার গাড়ি দেখছেন পথ চলতি মানুষ। অবাক হচ্ছেন তো? এত উঁচুতে থার গাড়িটি সত্যিকারের মনে হলেও বাস্তবে তা ইট বালি সিমেন্ট দিয়েই তৈরি! তিনতলা বাড়ির ছাদের সিঁড়িঘরের উপর তৈরি হওয়া এই মাহিন্দ্র থার গাড়িটি বানিয়েছেন সামশেরগঞ্জের চসকাপুর গ্রামের হাজি রবিউল শেখ নামে এক ব্যক্তি।
advertisement

ক্যামেরার মুখোমুখি দাঁড়িয়ে হাজি রবিউল শেখ জানিয়েছেন, প্রায় পৌনে দুই লক্ষ টাকা ব্যয় করে তিনতলা বাড়ির উপরে থাকা সিঁড়ি ঘরের ছাদের উপরে তৈরি করা হয়েছে এই মাহিন্দা থার। সিমেন্ট, বালি, পাথর দিয়ে টানা এক মাসের প্রচেষ্টায় তৈরি করা হয়েছে এই গাড়ি। থরটি তৈরি করেছেন সামশেরগঞ্জের কাকুড়িয়া গ্রামের অসীম নামে একজন রাজমিস্ত্রি।

advertisement

আরও পড়ুন-       বলুন তো, কোন প্রাণীর রক্তের দাম সবচেয়ে বেশি? ৯৯% মানুষই উত্তর দিতে গিয়ে ডাহা ফেল! চমকে দেবে উত্তর, গ্যারান্টি…!

৬২ বছর বয়সী পেশায় ব্যবসায়ী রবিউল হাজির দাবি, দীর্ঘদিনের শখের বসেই তার এই উদ্যোগ। শুধু থার নির্মাণই নয়, থারের মধ্যেই অভিনব উদ্যোগে জলের পাইপ লাইন কানেকশন করে পরিবারে সাপ্লাই দেওয়া হচ্ছে পানীয় জল। এদিকে রাস্তার ধারে এভাবে অভিনব আইডিয়া দিয়ে মাহিন্দ্রা থার বানাতেই চোখে পড়ছে সকলের। অনেকেই আবার রসিকতাও করছেন। থার দেখে দাঁড়িয়ে গিয়ে আনন্দ উপভোগ করছেন পথচারীরা। কেউ কেউ আবার ট্রোল করতেও ছাড়েননি।

advertisement

View More

আরও পড়ুন-        ভয়ঙ্কর দুঃসময় শেষ…! বৃহস্পতি-চন্দ্রর মহামিলনে ‘গোল্ডেন টাইম’ শুরু ৪ রাশির, গজকেশরী রাজযোগে সোনায় মুড়বে ভাগ্য…

যদিও বাড়ির মালিক জানান, “আমার অনেক দিনের শখ ছিল এই গাড়িটি। কিন্তু আসল গাড়িটি এখনও কিনতে পারিনি। তাই নতুন ওই গাড়ির মডেল যখনই বাজারে এসেছিল তখন থেকেই সেই গাড়িটির আদলে ট্যাঙ্ক বানানোর পরিকল্পনা ছিল আমার। অবশেষে আমার শখ পূরণ হল। সবাই এসে আমার এই গাড়ি দেখছে দেখেও আমার খুব ভাল লাগছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চোখ ধাঁধানো আলপনায় মোড়া মণ্ডপ, এমন নিখুঁত কাজ দেখতে দর্শকদের হুড়োহুড়ি
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral News: এ কী কাণ্ড! সটান বাড়ির ছাদে উঠে গেল 'থার' গাড়ি! তারপরই শুরু..., ছুটে আসছেন দূর-দূরান্তের মানুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল