দিন কয়েক আগেই এবড়োখেবড়ো রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পড়ুয়া বোঝাই স্কুল ভ্যান। নিমেষের মধ্যে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভাইরাল এই কাণ্ড দেখে আঁতকে ওঠেন অনেকেই। মুর্শিদাবাদের নবগ্রামের এই ঘটনা সামাজিক মাধ্যমে মুহূর্তে ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। শুরু হয়েছে রাস্তা সংস্কারের তৎপরতা।
advertisement
খানাখন্দে ভরা নবগ্রামের পলসন্ডা মোড়ের কাছে পলসন্ডা-লালবাগ সদরঘাটের রাস্তার জরাজীর্ণ দশায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। প্রতিনিয়ত সেখানে ঘটছে দুর্ঘটনা। প্রশাসনের পক্ষ থেকে অবশেষে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। জেসিবি দিয়ে রাস্তা খুঁড়ে ইট ভরাটের কাজ চলছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার করা হয় না। সামাজিক মাধ্যমে দুর্দশার ছবি তুলে ধরতেই ভিডিও করছিলেন এলাকারই এক বাসিন্দা। তাঁর ফোনেই বন্দি হয় বাচ্চাদের স্কুল ভ্যান দুর্ঘটনার সেই মুহূর্ত।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জনবহুল রাস্তা যেন মরণফাঁদ। এই রাস্তা দিয়েই যেতে হয় লালবাগ, কিরীটেশ্বরী থেকে রানী ভবানি মন্দির, খোশবাগ-সহ বহু পর্যটন কেন্দ্রে। অসংখ্য গাড়ি চলে এই রাস্তায়। তবুও কেন কোন তৎপরতা নজরে আসে না? প্রশ্ন স্থানীয়দের। কেন এত উদাসীনতা উঠছে প্রশ্ন।