জানা যায়, সোমবার সকালে ভাগীরথী নদীর তীরে মন্দির পরিষ্কারের কাজ চলছিল। পরিস্কার করতে গিয়ে দুই তিনজন যুবক দেখতে পান ব্রিজের ওপর থেকে কী যেন একটা পড়ল আচমকা। দেখা যায় একটি শিশু গঙ্গায় ভাসছে। চমকে ওঠেন তাঁরা।
advertisement
আরও পড়ুন: অনুব্রত নয়...! তিহাড়ে 'অন্য' কারও সঙ্গে সাক্ষাতের আবদার কেষ্ট-কন্যার! চাইলেন বই, আর...?
ওই যুবকদের আরও দাবি, ব্রিজের উপর থেকে শিশুটির মাও নাকি ঝাঁপ দিতে যাচ্ছিল। তখন তাদের চিৎকার শুনে এক ব্যক্তি ওই মহিলাকে ধরে ফেলে আর ওই মহিলা শেষমেশ আর নদীতে ঝাঁপ দিতে পারেনি। সঙ্গে সঙ্গে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ওই মহিলাকে আটক করে। কিছুক্ষণের মধ্যেই ভেসে ওঠে ওই বাচ্চাটি। তৎক্ষণাৎ শিশুটিকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। উদ্ধারের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয় শিশুকে। পুলিশ সঙ্গে সঙ্গে শিশুটিকে জঙ্গিপুর মহাকুমা হাসপাতালে নিয়ে আসে শিশুটির চিকিৎসা করানোর জন্য। তবে কী কারণে শিশুটিকে উপর থেকে ফেলা হয়েছিল তা নিয়ে তদন্ত করছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
এলাকার উদ্ধারকারী এক যুবক জানান, সামান্য মানসিক ভারসাম্যহীন ও অবসাদে ভুগছিলেন মহিলা। তবে তিনি তাঁর নাম পরিচয় বলতে রাজি হননি। বর্তমানে পুলিশ হেফাজতে আছে মা। শিশুটি ভর্তি আছে জঙ্গিপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে। যদিও পুলিশ জানিয়েছে, কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।
কৌশিক অধিকারী