TRENDING:

Murshidabad News: বাংলাদেশ থেকে মুর্শিদাবাদ হয়ে ভারতে ঢুকল দুজন! সঙ্গে যা নিয়ে এল, দেখে আঁতকে উঠল পুলিশও

Last Updated:

Murshidabad News: জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রানিনগর থানার পুলিশ বিশেষ অভিযান চালায় রানিনগর থানার অন্তর্গত রাজানগর গ্রামের কালীমন্দির সংলগ্ন এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৌশিক অধিকারী, মুর্শিদাবাদ: বাংলাদেশ থেকে সোনা নিয়ে ভারতে প্রবেশ। কিন্তু শেষ রক্ষা আর হল না। মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় পুলিশের অভিযানে উদ্ধার এক কেজি সোনা। গ্রেফতার করা হল মোট দু’জনকে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম শিবনাথ মণ্ডল, বাড়ি রানিনগর থানার অন্তর্গত রাজানগর গ্রামে এবং লালন মণ্ডল, বাড়ি সাগরপাড়া থানার অন্তর্গত নতুনবামনাবাদ গ্রামে।
উদ্ধার হওয়া সোনার বিস্কুট 
উদ্ধার হওয়া সোনার বিস্কুট 
advertisement

জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রানিনগর থানার পুলিশ বিশেষ অভিযান চালায় রানিনগর থানার অন্তর্গত রাজানগর গ্রামের কালীমন্দির সংলগ্ন এলাকায়। তাদের কাছ থেকে ১০টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়। যার ওজন ১কেজি ১৬৬.৭ গ্রাম ওজন। ধৃত শিবনাথ মণ্ডল তার মোটর বাইকের মধ্যেই এই সোনা রেখেছিল বলে পুলিশের প্রাথমিক ভাবে অনুমান। যার বাজার মূল্য এক কোটি দুই লক্ষ টাকা। ধৃত দুইজনকে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে লালবাগ মহকুমা আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

advertisement

আরও পড়ুন: এ কী অবস্থা জগদীপ ধনখড়ের! কোনও উপরাষ্ট্রপতিকে এই অবস্থায় পড়তে হয়নি! কী ঘটল জানেন ধনখড়ের সঙ্গে? অবিশ্বাস্য

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বয়স মাত্র ৯! চোখে দৃষ্টি শক্তি নেই, ছোট্ট মৈত্রী'র জীবন আলো করে রয়েছে গান!
আরও দেখুন

গোপন সূত্রে পুলিশ খবর পায়, বাংলাদেশ থেকে সোনা নিয়ে ভারতে প্রবেশ করেছিল এই দু’জন। তখনই পুলিশ অভিযান চালিয়ে সীমান্তবর্তী এলাকায় রানিনগর থানার রাজানগর গ্রামের কালী মন্দিরের কাছ থেকে সোনা সহ দু’জনকে গ্রেফতার করা হয়। ধৃত দুইজনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। কী কারণে, কোথায় এই সোনা নিয়ে যাওয়া হচ্ছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: বাংলাদেশ থেকে মুর্শিদাবাদ হয়ে ভারতে ঢুকল দুজন! সঙ্গে যা নিয়ে এল, দেখে আঁতকে উঠল পুলিশও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল