গত ১৮ নভেম্বর দুপুরে ডোমকলের বাসিন্দা ওই প্রতিবন্ধী যুবতী রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। অভিযোগ সঙ্গে কেউ না থাকার সুযোগে নিজের সারের দোকানে ফুসলিয়ে ডেকে নিয়ে যায় অভিযুক্ত আজিজুল বিশ্বাস। তারপরেই তাকে বলপূর্বক ধর্ষন করে। বলে অভিযোগ। পরে ১০টাকা হাতে দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়ি ফিরে কান্নাকাটি শুরু করে ওই যুবতী। মাকে সব ঘটনা জানায়। ঘটনা জানাজানি হতেই গ্রামে সালিশি সভা করে তৃণমূল নেতারা ২৫হাজার টাকা দিয়ে মিটমাট করার জন্য চাপ দেন বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন - FRA vs AUS: ফ্রান্সের একেবারে ঝকঝকে শুরু, অজি বধ, নয়া নজিরের হাতছানি জিরুর সামনে
কিন্তু তা মানতে চাইনি পরিবারের লোকেরা। এমনকি নজরবন্দি করে রাখা হয় নির্যাতিতার পরিবারকে। সুযোগ বুঝেই সোমবার ডোমকল থানায় গিয়ে অভিযোগ জানায়। রাতেই অভিযুক্তকে অম্বরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানায় পরিবারের লোকেরা। নির্যাতিতার আত্মীয় জারিনা বিবি বলেন, ‘‘ওই সার ব্যবসায়ী আজিজুলই এই ঘটনায় অভিযুক্ত। আমাদের মেয়ের উপর যে এই অত্যাচার করেছে আমরা তাদের কঠোর শাস্তি চাই।’’
আরও পড়ুন - Weather Update: নেমেই চলেছে তাপমাত্রার পারদ, কলকাতায় ঠাণ্ডার পরশ, এদিকে দক্ষিণে ফের লণ্ডভণ্ড
মা জাসমিন বিবি বলেন, ‘‘আমার মেয়ে হাতে ১০ টাকা নিয়ে কাঁদতে কাঁদতে বাড়ি এসে আমাকে সব ঘটনা জানায়। গ্রামে সালিশি সভায় আমরা বিচার চেয়েছিলাম। সেখানে ২৫ হাজার টাকা দিয়ে আমাদের মুখ বন্ধ রাখতে বলা হয়। কিন্তু আমরা তা মানিনি। আমি থানায় অভিযোগ জানিয়েছি। পুলিশ আমাদের অনেক সহযোগিতা করেছে। অভিযুক্ত আজিজুলকে গ্রেফতার করেছে পুলিশ। আমি ওর কঠোর শাস্তি চাই।’’
স্থানীয় তৃণমূল নেতা বীরলাল সেখ বলেন, ‘‘২৫ হাজার টাকা দিয়ে সব ঘটনা মিটমাট করে নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সালিশি সভায় ওই নির্যাতিতার পরিবারের সকল সদস্যের সঙ্গে আলোচনা করেই ২৫ হাজার টাকা মীমাংসা করার জন্য বলা হয়েছিল।’’