FRA vs AUS: ফ্রান্সের একেবারে ঝকঝকে শুরু, অজি বধ, নয়া নজিরের হাতছানি জিরুর সামনে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
FRA vs AUS: অলিভার জিরু এই মুহূর্তে ফ্রান্সের থিয়ের অঁরির সঙ্গে টপ গোল স্কোরার হলেন৷
#আল ওয়াখরা: থিয়েরি অঁরির সঙ্গে এক রেকর্ডের অধিকারি হলেন অলিভার জিরু৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৪-১-র দুরন্ত জয় দিয়ে নিজেদের খেতাব রক্ষার অভিযান বিশ্বকাপে শুরু করল ফ্রান্স৷ মঙ্গলবার গভীর রাতের ম্যাচে অস্ট্রেলিয়া আল জানুব স্টেডিয়ামে হঠাৎ লিড নিয়ে শুরু করে অভিযান৷ ম্যাচের মাত্র ৯ মিনিটেই গোল করে এগিয়ে যায় অস্ট্রেলিয়া৷ একাধিক চোট আঘাতের সমস্যায় জর্জরিত ফ্রান্স অবশ্য এক গোল আদৌ ঘাবড়ে যায়নি বরং লেস ব্লুজ-রা প্রবল বিক্রমে ফিরে আসে ম্যাচে৷ Photo- AP
advertisement
advertisement
advertisement
advertisement