স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে এক যুবক ও যুবতীকে ‘আপত্তিকর’ অবস্থায় একটি বাড়ির মধ্যে ধরে ফেলে পরিবারের সদস্যরা। এরপর গ্রামবাসীদের উপস্থিতিতে রাতেই ওই দু’জনকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হয়। তাদের চুল কেটে ন্যাড়া করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই যুগলের মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয়। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হতেই এলাকা জুড়ে নিন্দার ঝড় উঠতে শুরু করেছে।
advertisement
আরও পড়ুন: ‘কীভাবে এমনটা করতে পারেন!’ SSC মামলায় জোর সওয়াল কল্যাণের! পাল্টা আসরে বিকাশরঞ্জন! শেষমেশ কী বলল হাইকোর্ট?
পরিবারের সদস্যরা জানিয়েছেন, গৃহবধূর স্বামী ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে। বাড়িতে স্বামী না থাকার কারণেই অন্য যুবক এসে রাত কাটাচ্ছিল। পরিবারের সদস্যরা জানতে পারলে হাতেনাতে ধরে ফেলে। পরবর্তীতে শাশুড়ি মাথার চুল কাটার নিদান দেন। তারপরেই মাথার চুল কেটে নেওয়া হয়।
অন্যদিকে শাশুড়ির দাবি, এর আগে তিনবার অন্য যুবকের সঙ্গে পালিয়ে গিয়ে অন্যত্র সংসার করেছিল গৃহবধূ। এরপর আবার ফিরে এসে আমার ছেলের সঙ্গে সংসার করে। এখন ছেলে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজে কর্মরত। আর সেই সুযোগে রাতের মধ্যে এই কাণ্ড করছিল মেয়েটি। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ নিয়ে থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। ফলে পুলিশ পরে ওই দু’জনকে ছেড়ে দেয়। এই ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
— কৌশিক অধিকারী