দেড় বছর পর হঠাৎই খোঁজ মিলল হাসানুজ্জামের। সম্প্রতি ফেসবুকের মাধ্যমে জানা যায় যে, ভারতের নিখোঁজ বাসিন্দা বাংলাদেশে অবস্থান করছেন। খবর পেয়ে দৌলতাবাদ থানার ওসি সঙ্গে সঙ্গে জেলা পুলিশ সুপার কুমারসানী রাজকে বিষয়টি জানান। তারপরেই দৌলতাবাদ থানার পুলিশ বিষয়টি তৎপরতার সঙ্গে সীমান্তরক্ষী বাহিনীকে জানায়। এ বিষয়ে সমন্বয় করে পদক্ষেপ নেন BSF-এর ৭৩ নম্বর ব্যাটেলিয়ন।
advertisement
রবিবার বাংলাদেশ বর্ডার গার্ড আনুষ্ঠানিকভাবে হাসানুজ্জাম আলিকে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রানীনগর থানার অন্তর্গত হারুডাঙা সীমান্ত চৌকি (BOP) দিয়ে BSF-এর হাতে তুলে দেয়। পরবর্তীতে তাঁকে সেখান থেকে নিয়ে আসেন বহরমপুর সদর ডিএসপি তমল কুমার বিশ্বাস ও দৌলতাবাদ থানার ওসি উদয় ঘোষ। দৌলতাবাদ থানায় নিয়ে আসার পর মানসিক ভারসাম্যহীন যুবককে তাঁর পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় পুলিশের তরফে। ফুলের তোড়া, মিষ্টি দিয়ে জানানো হয় অভিনন্দন। দীর্ঘদিন পর ছেলেকে ফিরে পেয়ে আনন্দে ভরে ওঠে পরিবার।