এরপরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারসহ এলাবাসী। তারা শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনার বিচার চেয়ে এবং এলাকায় দুর্ঘটনা কমাতে ব্যারিকেড সহ ট্রাফিক নিয়ন্ত্রণের দাবিতে কান্দি বহরমপুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। প্রায় ঘন্টা খানেক পথ অবরোধ চলার পর ঘটনাস্থলে আসেন কান্দির এসডিপিও, আইসি সহ বিরাট পুলিশ বাহিনী।
আরও পড়ুন: আরও পড়ুন: AIIMS’র রিপোর্টে চক্ষু চড়কগাছ, নিপা ভাইরাসে আক্রান্ত খোদ স্বাস্থ্যকর্মীরা! বারাসতে নতুন আতঙ্ক
advertisement
দীর্ঘক্ষন পথ অবরোধ তুলে নেওয়া প্রসঙ্গে বিক্ষোভকারী জনতার সঙ্গে পুলিশের কথা কাটাকাটি শুরু হয়। দফায় দফায় আলোচনা ,কথাবার্তা হওয়ার পরে পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় ডাম্পার ও গাড়ির অতিরিক্ত দ্রুত গতিতে চলাচলের ফলেই বারবার ঘটছে দুর্ঘটনা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা গিয়েছে, মৃত স্কুল ছাত্রটি মহলন্দী জেসিএস হাইস্কুলে ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। বাড়ি ফেরার পথে রাস্তা পারাপার হওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকে ছায়া নেমে এসেছে পরিবারসহ এলাকায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এদিন মঙ্গলবার ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে।






