জানা গিয়েছে, সকাল সকাল ফারাক্কা থানার বেনিয়া গ্রাম থেকে চারজন শ্রমিক একটি ভ্যানে করে রঘুনাথগঞ্জের তালাই এলাকায় যাচ্ছিলেন। তখনই বোরিং করে সাবমারসিবল বসানোর কাজ চলছিল। ভ্যানটি যখন তালাই মোড় সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় বহরমপুরের দিক থেকে ফারাক্কার অভিমুখে আসা একটি ১৬ চাকার লরির সঙ্গে ভ্যানটিতে থাকা বড় বড় বাঁশ ঠেকে গেলে বিপত্তি ঘটে। ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সংঘর্ষের তীব্রতায় ভ্যানে থাকা চারজনই ছিটকে পড়েন। তাঁদের মধ্যে একজন লরির চাকার তলায় পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
advertisement
পুলিশ জানিয়েছে, মৃতের নাম সঞ্জয় হালদার। দুর্ঘটনায় আহত হয়েছেন রাজেশ হালদার, স্বপন মণ্ডল ও সিদাম হালদার। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত যান দু’টি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।






