TRENDING:

Murshidabad News: সোনার গয়না নিয়ে এ কী কাণ্ড! গ্রেফতার ১, উদ্ধার ৩৮০ গ্রাম সোনার অলংকার

Last Updated:

Murshidabad News: সোনার অলংকার নেওয়ার পরে টাকা চাইলে কিছুক্ষণ তাকে বসিয়ে রাখে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: প্রতারণা করেও শেষ রক্ষা হল না। সোনার অলংকার হাতানোর অভিযোগে গ্রেফতার ১। উদ্ধার হল ৩৮০ গ্রাম সোনার অলংকার। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা থানার কিশোরী তলা এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, নওদার কিশোরী তলা এলাকার হাবিব শেখ ওরফে বান্টি নদীয়ার প্রহ্লাদ বিশ্বাস নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে সোনার দোকান আছে বলে প্রতারণা করে। তাকে ডেকে তার কাছ থেকে প্রায় ৩৮০ গ্রাম সোনার অলংকার নেওয়া হয়। সোনার অলংকার নেওয়ার পরে টাকা চাইলে কিছুক্ষণ তাকে বসিয়ে রাখে। বসিয়ে রাখার পর তিনি টাকা দিতে না পারায় পরবর্তীতে নকল সোনা তার বলে তাকে ফিরিয়ে দেওয়া হয় বলেই অভিযোগ।
উদ্ধার হওয়া সোনার অলংকার 
উদ্ধার হওয়া সোনার অলংকার 
advertisement

পরে ওই স্বর্ণ ব্যবসায়ী তিনি বুঝতে পারেন তাকে নকল সোনা দিয়ে প্রতারণা করছে। ওই স্বর্ণ ব্যবসায়ী পরে নওদা থানার পুলিশের আশ্রয় নেয়। এবং লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। লিখিত অভিযোগের ভিত্তিতে নওদা থানার ওসি কাউসার হোসেন মন্ডল সহ তার টিম তদন্তে নেমে ঐ প্রতারক ব্যক্তি হাবিব শেখ ওরফে বান্টিকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে তার হেফাজতে থাকা প্রায় ৩৮০ গ্রাম সোনার অলংকার উদ্ধার করে পুলিশ।

advertisement

আরও পড়ুন: মাত্র ৪৮ ঘণ্টায় ২ হাজার মানুষকে খু*ন! ভয়ঙ্কর অবস্থা, হাসপাতালেও হত্যালীলা! কোন দেশে চলছে এই ভয়াবহ ঘটনা জানেন? শুনে চমকে উঠবেন

পুলিশ সূত্রে জানা যায় ধৃত ওই যুবক এর আগেও এই ধরনের প্রতারণার এবং চুরির অভিযোগে বিভিন্ন থানায় গ্রেফতার হয়। এই ঘটনায় বেলডাঙা এসডিপিও ডক্টর উত্তম গড়াই তিনি জানিয়েছেন, নওদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন প্রহ্লাদ বিশ্বাস নামে এক স্বর্ণ ব্যবসায়ী। লিখিত অভিযোগের ভিত্তিতে আমাদের পুলিশ টিম তদন্তে নেমে গ্রেফতার করে এক যুবককে। এবং চুরি এবং চিট হয়ে যাওয়া সোনার অলংকার পুলিশ অতি সক্রিতায় সাত থেকে আট ঘণ্টার মধ্যে উদ্ধার করে ।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
চোখের পলকে গায়েব সব টাকা? অনলাইনে জিনিস বুকিং করার আগে সাবধান, জানুন এই সিক্রেট নিয়ম
আরও দেখুন

ধৃত যুবককে আজ বিচারকের কাছে ১০দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হয়। এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: সোনার গয়না নিয়ে এ কী কাণ্ড! গ্রেফতার ১, উদ্ধার ৩৮০ গ্রাম সোনার অলংকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল