পরে ওই স্বর্ণ ব্যবসায়ী তিনি বুঝতে পারেন তাকে নকল সোনা দিয়ে প্রতারণা করছে। ওই স্বর্ণ ব্যবসায়ী পরে নওদা থানার পুলিশের আশ্রয় নেয়। এবং লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। লিখিত অভিযোগের ভিত্তিতে নওদা থানার ওসি কাউসার হোসেন মন্ডল সহ তার টিম তদন্তে নেমে ঐ প্রতারক ব্যক্তি হাবিব শেখ ওরফে বান্টিকে গ্রেফতার করে। তাকে জিজ্ঞাসাবাদ করে তার হেফাজতে থাকা প্রায় ৩৮০ গ্রাম সোনার অলংকার উদ্ধার করে পুলিশ।
advertisement
পুলিশ সূত্রে জানা যায় ধৃত ওই যুবক এর আগেও এই ধরনের প্রতারণার এবং চুরির অভিযোগে বিভিন্ন থানায় গ্রেফতার হয়। এই ঘটনায় বেলডাঙা এসডিপিও ডক্টর উত্তম গড়াই তিনি জানিয়েছেন, নওদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন প্রহ্লাদ বিশ্বাস নামে এক স্বর্ণ ব্যবসায়ী। লিখিত অভিযোগের ভিত্তিতে আমাদের পুলিশ টিম তদন্তে নেমে গ্রেফতার করে এক যুবককে। এবং চুরি এবং চিট হয়ে যাওয়া সোনার অলংকার পুলিশ অতি সক্রিতায় সাত থেকে আট ঘণ্টার মধ্যে উদ্ধার করে ।
ধৃত যুবককে আজ বিচারকের কাছে ১০দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হয়। এই ঘটনায় আর কে বা কারা জড়িত আছে ঘটনার পুরো তদন্ত শুরু করেছে নওদা থানার পুলিশ।






