প্রতিযোগিতায় সাবির আহমেদ কুমি ও কাতা বিভাগে প্রথম স্থান অধিকার করেন। শাহরিয়া খান কুমি ও কাতা বিভাগে প্রথম স্থান অর্জন করেন। হাসানুজ্জামান কুমি ও কাতা বিভাগে দ্বিতীয় স্থান পান। সোমশ্রী কুন্ডু কাতা বিভাগে দ্বিতীয় স্থান এবং আহমেদ শেখ কাতা বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেন।
আরও পড়ুন: পাহাড়, জল, ইতিহাস…! বড়দিনে চিনে নিন বাঁকুড়ার জমাটি ৫ স্পট, কাতারে কাতারে বাড়ছে পর্যটকদের ভিড়
advertisement
এই প্রতিযোগিতাটি সম্প্রতি হাওড়াতে অনুষ্ঠিত হয়, যেখানে বাংলা, অসম, মণিপুর, মহারাষ্ট্র, গুজরাট, ঝাড়খণ্ড-সহ দেশের বিভিন্ন রাজ্য থেকে মোট ৫০০ জনের অধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। এত বড় পরিসরের প্রতিযোগিতায় নিজেদের দক্ষতা প্রমাণ করে যথাক্রমে বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে মুর্শিদাবাদের নাম উজ্জ্বল করে। একসঙ্গে পাঁচজন পড়ুয়ার এই সাফল্যে খুশির হাওয়া এখন হরিহরপাড়াতে। এই আনন্দে কেক কেটে সেলিব্রেশন করেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ক্যারাটের কর্ণধার রাজিব আনসারী জানান, “হরিহরপাড়া ব্লকের মধ্যে মেয়েদের মধ্যে প্রথম ব্ল্যাক বেল্ট অর্জন করেছে সোমশ্রী কুন্ডু, যা অত্যন্ত গর্বের বিষয়। এছাড়াও পাঁচটি পদক এসেছে। এই সাফল্যে প্রান্তিক ব্লক হিসেবে পরিচিত হরিহরপাড়া ব্লক আজকে গর্বিত ও আনন্দিত।” আগামী দিনে আন্তর্জাতিক স্তরে ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ইচ্ছে প্রকাশ করেছেন জয়ী পাঁচজন পড়ুয়া। শুধু অংশগ্রহণ নয়, পাশাপাশি পদক জয়ের আশা নিয়েই তারা নামবেন বলেও জানিয়েছেন।





