বর্তমানে আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ। আর সেই আধার কার্ড তৈরি হত জালিয়াতি করেই। এমনই অভিযোগ উঠল মুর্শিদাবাদের ভরতপুরে। কান্দি মহকুমা পুলিশ আরক্ষা আধিকারিক শশ্রেক অম্বরদার সাংবাদিক বৈঠকে জানান, ভরতপুর থানার আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর গ্রামে ইমামুল সেখ নিজের দোকানে তৈরি করছিল জাল আধার কার্ড। এই ঘটনায় ইমামুল সেখ ও নিয়াত সেখকে গ্রেফতার করা হয়েছে। নিয়াত সেখের বাড়ি বড়ঞা থানার বধুয়া গ্রামে। সে ইমামুল সেখের দোকানে গিয়ে জাল আধার কার্ড তৈরি করত বলেই জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: ২০২৬-এ কত আসন পাবে বিজেপি? এ কী বলে দিলেন দিলীপ ঘোষ! কত আসন জানেন? ‘ফর্মে’ ফিরেই ব্যাট চালালেন দিলীপ
এই ঘটনায় দুটো ল্যাপটপ, একটি স্ক্যানার, দুটি প্রিন্টার, ল্যামিনেশন মেশিন, আইডি স্ক্যানার, তিনটি ফিঙ্গার প্রিন্ট মেশিন ও ওয়েব ক্যামেরা উদ্ধার করা হয়েছে। এছাড়াও ১৩টি জাল আধারকার্ড সহ শতাধিক পাসপোর্ট ছবি উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২৪,৯০০ টাকাও। শুধু তাই নয়, উদ্ধার হয়েছে থাম ইম্প্রেশন স্ট্যাম্প ও পঞ্চায়েত প্রধানের জাল স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।
ধৃত দু’জনকে কান্দি মহকুমা আদালতে ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কী কারণে এই আধার কার্ড তৈরি করা হত, কারা তৈরি করত, তা তদন্ত শুরু দেখছে পুলিশ।
— কৌশিক অধিকারী