সোমবার সকাল সকাল মর্মান্তিক দুর্ঘটনায় শোকের নেমে এসেছে সামশেরগঞ্জের ডাকবাংলা সংলগ্ন জামিয়ানগর এলাকায়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত ওই শিশুর নাম তানবীর শেখ (৭)। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়াশুনা করত। জখম আরও দুই শিশুর নাম আরিফুল শেখ এবং মোস্তাফিজুর রহমান। সকলের বাড়ি জামিয়ানগর গ্রামে।
advertisement
স্থানীয় গ্রামবাসীরা জানাচ্ছেন, বেশ কিছুদিন ধরেই জামিয়ানগর এলাকায় একটি বাড়ি নির্মাণ করা হচ্ছিল। সেই বাড়িতেই বড় লোহার গেট করা হয়। কিন্তু অভিযোগ সেই গেট কোনরকম ভাবে দড়ি দিয়ে আটকে রাখা হয়েছিল। সোমবার সকালে সেখানেই খেলা করছিল তিন শিশু। তখনই ঘটে দুর্ঘটনা। খেলা করার সময় হঠাৎ লোহার গেটটি শিশুদের উপর পড়ে যায়। স্থানীয়রা তৎক্ষণাৎ ছুটে এসে তড়িঘড়ি তিন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তানভীর শেখের। গুরুতর যখন অবস্থায় বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয় মোস্তাফিজুর রহমান এবং আরিফুল শেখকে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয় পুলিশের পক্ষ থেকে। সকাল সকাল হৃদয় বিদারক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকাজুড়ে। এভাবে কোনরকম নিরাপত্তা ছাড়াই নির্মীয়মান বাড়িতে রাস্তার পাশে কেন গেট রাখা হয়েছিল তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। অভিযুক্ত বাড়ি মালিক রফিকুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের লোকজন। পুরো বিষয়টি খতিয়ে রাখা হচ্ছে সামশেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে।