মৃতের নাম নগেন সরকার (৪৫)। সারগাছি মোড়লপাড়ায় তাঁর বাড়ি। প্রাথমিকভাবে অনুমান, দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। বেলডাঙাতে স্কুল সেরে বাড়ি ফেরার পথেই এই দুর্ঘটনা। পুলিস সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, নেতাজি নগর কলেজের কাছে তিনি বাইক চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। সেসময় তাঁকে কোনও ট্রাক ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
advertisement
আরও পড়ুন : বুকে গ্যাস জমে ভয়াবহ অবস্থা, যমে-মানুষে টানাটানি! ৫ বছরের ছটফটানি, মুক্তি হল সরকারি হাসপাতালে
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে এদিন তাঁর দেহের ময়নাতদন্ত সম্পন্ন হবে। বেলডাঙা বিশুরপুকুর হাইস্কুলের ওই শিক্ষক এদিন বেলডাঙা থেকে স্কুল শেষ করে বাইকে সারগাছিতে বাড়ি ফিরছিলেন। নেতাজি মোড় সংলগ্ন এলাকায় চলছিল জাতীয় সড়ক সংস্কারের কাজ। সেখানেই পিছন থেকে একটি ডাম্পার বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষকের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলডাঙা থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার সহ গ্রাম জুড়ে। পুলিশ জানিয়েছে, ঘাতক গাড়ি ও চালক পলাতক। ঘটনার পর ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দেহ ময়নাতদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে।






