TRENDING:

Murshidabad News: পাকা বাড়ি আছে, তবু নাম বাংলা আবাস যোজনায়! হৈ চৈ কাণ্ড ফারাক্কাতে 

Last Updated:

Murshidabad News: পঞ্চায়েত সদস্য মীর শাজাহান আলি ওরফে চঞ্চলের দাবি, সে সরকারি গাইড লাইন মেনে আবাস যোজনায় ঘরের আবেদন করেছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: পাকা দ্বিতল বাড়ি থাকা সত্বেও নাম বাংলা আবাস যোজনায় তালিকায় থাকায় বির্তক দেখা দিল ফরাক্কায়। বাংলা আবাস যোজনার দুর্নীতির অভিযোগকে নসাৎ করে পাল্টা দায় চাপিয়েছে সমীক্ষায় দায়িত্বে থাকা ব্লক প্রশাসনের আধিকারিকদের বিরুদ্ধে। ফরাক্কা ব্লকের বেনিয়াগ্রাম গ্রামপঞ্চায়েতের ৮ নম্বর সংসদ দেলওয়ারপুরের মীর শাজাহান আলি ওরফে চঞ্চলের দোতলা পাকা বাড়ি থাকা সত্বেও আবাস যোজনার তালিকায় ৭৩৩৩ নম্বরে নাম রয়েছে। যদিও এই গ্রামপঞ্চায়েতের বহু মানুষের মাটির বাড়ি থাকা সত্বেও আবাস যোজনায় সুযোগ থেকে তাদের বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ। পঞ্চায়েত সদস্য মীর শাজাহান আলি ওরফে চঞ্চলের দাবি, সে সরকারি গাইড লাইন মেনে আবাস যোজনায় ঘরের আবেদন করেছিলেন। সেই সুযোগ সে পেয়েছে। এখানে কোন দুর্নীতির আশ্রয় নেওয়া হয়নি।
advertisement

এদিকে ফরাক্কা ব্লকের এক নম্বর মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যা আঞ্জুমারা খাতুন এই ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনা সত্বেও বাংলার গরীব মানুষদের কথা ভেবে আবাস যোজনায় বাড়ি নির্মানের সিদ্ধান্ত নিয়েছেন। ব্লক প্রশাসনের আধিকারিকদের দায়িত্বহীনতায় প্রকৃত গরীব মানুষদের বঞ্চিত করে অযোগ্যদের টাকা পাইয়ে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে তা তালিকা প্রকাশের পর প্রমানিত। অবিলম্বে ফরাক্কা ব্লকের ভু্য়ো আবাস যোজনার তালিকা বাতিল করে নতুন করে সঠিক সমীক্ষা করে তালিকা তৈরির দাবি জানিয়েছেন।

advertisement

আরও পড়ুন: বেশিরভাগ লোকই জানেন না, ধনেপাতার এই উপকার! এবার জানলে প্রতিদিন খেতে চাইবেন 

ফরাক্কা ব্লকের বিডিও জুনায়েদ আহম্মেদ জানিয়েছেন, বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। যদি ব্লক অফিসের গাফিলতির জেরে নাম এসে থাকে তাহলে তা খতিয়ে দেখা হবে। তবে সরকারী নির্দেশ অনুযায়ী কাওরির দ্বিতল বাড়ি থাকলে সে আবাস যোজনার ঘর পাবেন না বলেই জানিয়েছেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

—- কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: পাকা বাড়ি আছে, তবু নাম বাংলা আবাস যোজনায়! হৈ চৈ কাণ্ড ফারাক্কাতে 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল