এদিকে ফরাক্কা ব্লকের এক নম্বর মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যা আঞ্জুমারা খাতুন এই ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনা সত্বেও বাংলার গরীব মানুষদের কথা ভেবে আবাস যোজনায় বাড়ি নির্মানের সিদ্ধান্ত নিয়েছেন। ব্লক প্রশাসনের আধিকারিকদের দায়িত্বহীনতায় প্রকৃত গরীব মানুষদের বঞ্চিত করে অযোগ্যদের টাকা পাইয়ে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে তা তালিকা প্রকাশের পর প্রমানিত। অবিলম্বে ফরাক্কা ব্লকের ভু্য়ো আবাস যোজনার তালিকা বাতিল করে নতুন করে সঠিক সমীক্ষা করে তালিকা তৈরির দাবি জানিয়েছেন।
advertisement
আরও পড়ুন: বেশিরভাগ লোকই জানেন না, ধনেপাতার এই উপকার! এবার জানলে প্রতিদিন খেতে চাইবেন
ফরাক্কা ব্লকের বিডিও জুনায়েদ আহম্মেদ জানিয়েছেন, বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। যদি ব্লক অফিসের গাফিলতির জেরে নাম এসে থাকে তাহলে তা খতিয়ে দেখা হবে। তবে সরকারী নির্দেশ অনুযায়ী কাওরির দ্বিতল বাড়ি থাকলে সে আবাস যোজনার ঘর পাবেন না বলেই জানিয়েছেন তিনি।
—- কৌশিক অধিকারী