পুলিশ সুত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার অন্তর্গত দাদপুর এলাকা থেকে খাঁন এন্টারপ্রাইজ নামক একটি দোকান থেকে ৩১৫টি জাল মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে এই মোবাইল ফোন উদ্ধার করে। যার বাজার মূল্য চার লক্ষ ৪২ হাজার টাকা। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের সাতদিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জর্জ আদালতে পাঠানো হয়। পুরো ঘটনার পুলিশি তদন্ত শুরু হয়েছে।
advertisement
পুলিশ কর্তারা এটাও জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মোবাইলের বিভিন্ন সরঞ্জাম সংগ্রহ করে একটি বেসরকারি মোবাইল কোম্পানির নাম দিয়ে এবং একই IMEI নম্বর ব্যবহার করে লোকালে তা বিক্রি করা হত। রেজিনগরের রাজিবুল খাঁন ও মোবাইল দোকানের কর্মচারী আশিক শেখ এই মোবাইল তৈরি করতেন।
পুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করে। উদ্ধার করে এই মোবাইল ফোন। বর্তমানে পুলিশ ঐ দোকানটি সিল করে দেয়। পাশাপাশি, রেজিনগর এলাকায় আরও এই ধরনের মোবাইল ফোন আছে কিনা তারও তদন্ত শুরু করেছে পুলিশ বলেই জানা গিয়েছে।
কৌশিক অধিকারী