TRENDING:

Fake Mobile Phone: সাবধান! নতুন ভেবে নকল ফোন কিনছেন না তো? সতর্ক না হলেই চরম সর্বনাশ...!

Last Updated:

Fake Mobile Phone: মোবাইলের যন্ত্রাংশ খুলে নতুন করে মোবাইল তৈরি করে বাজারে বিক্রি করা হচ্ছিল। আর সেই রকম ৩১৫টি জাল মোবাইল উদ্ধার করল অভিযান চালিয়ে রেজিনগর থানার পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: মোবাইলের যন্ত্রাংশ খুলে নতুন করে মোবাইল তৈরি করে বাজারে বিক্রি করা হচ্ছিল। আর সেই রকম ৩১৫টি জাল মোবাইল উদ্ধার করল অভিযান চালিয়ে রেজিনগর থানার পুলিশ। পুলিশ এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে।
উদ্ধার হওয়া মোবাইল ফোন
উদ্ধার হওয়া মোবাইল ফোন
advertisement

পুলিশ সুত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদ জেলার রেজিনগর থানার অন্তর্গত দাদপুর এলাকা থেকে খাঁন এন্টারপ্রাইজ নামক একটি দোকান থেকে ৩১৫টি জাল মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে এই মোবাইল ফোন উদ্ধার করে। যার বাজার মূল্য চার লক্ষ ৪২ হাজার টাকা। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের সাতদিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জর্জ আদালতে পাঠানো হয়। পুরো ঘটনার পুলিশি তদন্ত শুরু হয়েছে।

advertisement

আরও পড়ুন-    ১০০ বছরে এই প্রথমবার! দুর্গোপুজোয় বন্ধ থাকবে রঞ্জিত-কোয়েলদের বাড়ির দরজা, কারণটা কী? জানলে চমকে যাবেন!

পুলিশ কর্তারা এটাও জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মোবাইলের বিভিন্ন সরঞ্জাম সংগ্রহ করে একটি বেসরকারি মোবাইল কোম্পানির নাম দিয়ে এবং একই IMEI নম্বর ব্যবহার করে লোকালে তা বিক্রি করা হত। রেজিনগরের রাজিবুল খাঁন ও মোবাইল দোকানের কর্মচারী আশিক শেখ এই মোবাইল তৈরি করতেন।

advertisement

আরও পড়ুন-        বলুন তো, কোন প্রাণীর রক্তের দাম সবচেয়ে বেশি? ৯৯% মানুষই উত্তর দিতে গিয়ে ডাহা ফেল! চমকে দেবে উত্তর, গ্যারান্টি…!

পুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করে। উদ্ধার করে এই মোবাইল ফোন। বর্তমানে পুলিশ ঐ দোকানটি সিল করে দেয়। পাশাপাশি, রেজিনগর এলাকায় আরও এই ধরনের মোবাইল ফোন আছে কিনা তারও তদন্ত শুরু করেছে পুলিশ বলেই জানা গিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fake Mobile Phone: সাবধান! নতুন ভেবে নকল ফোন কিনছেন না তো? সতর্ক না হলেই চরম সর্বনাশ...!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল