এমনিতেই লোকালয়ে মানুষের উপর শিয়ালের হামলা নতুন কিছু নয়, বিভিন্ন জেলায় অতীতে এই ধরনের ঘটনা ঘটেছে। শিয়াল কামড়ে দেওয়ার পরে তাদের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করা হয় হয় হাসপাতালের তরফে।
advertisement
মুর্শিদাবাদের ওই এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেই শিয়ালটা নাকি পাগল প্রকৃতির ছিল। এই নিয়ে এলাকায় শোরগোল পড়ে যায়। তখন জঙ্গল থেকে একটি শিয়াল চলে এসে আচমকা তার ওপর হামলা চালায়। শিয়ালটি গ্রামের মহিলা থেকে পুরুষ সবাইকে হঠাৎই শিয়াল কামড়ে দেয়। তড়িঘড়ি স্থানীয়রা ১৩ জনকে নবগ্রাম প্রাথমিক চিকিৎসালয়ে নিয়ে গেলে ছয় জনকে গুরুতর অবস্থায় স্থানান্তরিত করে সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে। বাকিদের ভ্যাকসিন করে ছেড়ে দেওয়া হয় নবগ্রাম প্রাথমিক চিকিৎসা কেন্দ্র থেকে। সব থেকে বেশি গুরুতর আহত হয় মৃন্ময় মণ্ডল নামে এক যুবক। বর্তমানে সাগরদিঘী হাসপাতালে চিকিৎসা চলছে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের নবগ্রামের সিঙ্গার গ্রামে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রসঙ্গত, শিয়ালের হামলার ঘটনা এই প্রথম নয়, এর আগেও লোকালয়ে শিয়ালের বহু হামলার ঘটনা ঘটেছে। তবে সিঙ্গার গ্রামে এখনও আতঙ্কের ছাপ চোখে মুখে স্পষ্ট।






