TRENDING:

শিয়ালের তাণ্ডব মুর্শিদাবাদের গ্রামে! রাতের ঘুম উড়েছে বাসিন্দাদের, আহতের সংখ্যা শুনলে চোখ কপালে উঠবে

Last Updated:

মুর্শিদাবাদে হঠাৎই শিয়ালের তাণ্ডব। গ্রামে ঢুকতেই একের পর একজন আহত। রাতভর জাগল গোটা গ্রাম। আতঙ্ক গোটা এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নবগ্রাম, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদে হঠাৎই শিয়ালের তাণ্ডব। গ্রামে ঢুকতেই একের পর একজন আহত। রাতভর জাগল গোটা গ্রাম। মুর্শিদাবাদের নবগ্রামের সিঙ্গার গ্রামে হঠাৎ একটি শেয়াল গ্রামের মধ্যে ঢুকে রাস্তায় পথ চলতি মানুষদের একের পর এক কামড় দেয় এবং আক্রমণ করে। যুবক থেকে মহিলা সকলে ছুটে পালানোর চেষ্টা করলেও একের পর এক কামড় দিতে থাকে সেই শেয়াল।
শিয়ালের আতঙ্ক (প্রতীকী ছবি)
শিয়ালের আতঙ্ক (প্রতীকী ছবি)
advertisement

এমনিতেই লোকালয়ে মানুষের উপর শিয়ালের হামলা নতুন কিছু নয়, বিভিন্ন জেলায় অতীতে এই ধরনের ঘটনা ঘটেছে। শিয়াল কামড়ে দেওয়ার পরে তাদের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করা হয় হয় হাসপাতালের তরফে।

আরও পড়ুন: রাজা বীরচন্দ্র থেকে নরসিংহ, আফগান-পাঠান, রাজত্ব করেছেন সবাই! বীরভূমের বড় দাবির জায়গা, ঘুরতে গিয়ে মিস করেন অনেকেই

advertisement

View More

মুর্শিদাবাদের ওই এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেই শিয়ালটা নাকি পাগল প্রকৃতির ছিল। এই নিয়ে এলাকায় শোরগোল পড়ে যায়। তখন জঙ্গল থেকে একটি শিয়াল চলে এসে আচমকা তার ওপর হামলা চালায়। শিয়ালটি গ্রামের মহিলা থেকে পুরুষ সবাইকে হঠাৎই শিয়াল কামড়ে দেয়। তড়িঘড়ি স্থানীয়রা ১৩ জনকে নবগ্রাম প্রাথমিক চিকিৎসালয়ে নিয়ে গেলে ছয় জনকে গুরুতর অবস্থায় স্থানান্তরিত করে সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে। বাকিদের ভ্যাকসিন করে ছেড়ে দেওয়া হয় নবগ্রাম প্রাথমিক চিকিৎসা কেন্দ্র থেকে। সব থেকে বেশি গুরুতর আহত হয় মৃন্ময় মণ্ডল নামে এক যুবক। বর্তমানে সাগরদিঘী হাসপাতালে চিকিৎসা চলছে। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের নবগ্রামের সিঙ্গার গ্রামে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
জগদ্ধাত্রী পুজোয় পুরুলিয়ায় ১৪ ফুটের প্রতিমা, দেখে চোখ ফেরানো দায়! বিসর্জন আরও স্পেশাল
আরও দেখুন

প্রসঙ্গত, শিয়ালের হামলার ঘটনা এই প্রথম নয়, এর আগেও লোকালয়ে শিয়ালের বহু হামলার ঘটনা ঘটেছে। তবে সিঙ্গার গ্রামে এখনও আতঙ্কের ছাপ চোখে মুখে স্পষ্ট।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শিয়ালের তাণ্ডব মুর্শিদাবাদের গ্রামে! রাতের ঘুম উড়েছে বাসিন্দাদের, আহতের সংখ্যা শুনলে চোখ কপালে উঠবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল