পুলিশ জানিয়েছে, ধৃত দম্পতির নাম উকিল চন্দ্র বর্মন এবং দীপিকা মালি বর্মন। আটক করা হয়েছে একটি মাহিন্দ্রা বোলেরো গাড়ি। গাড়িতে করে মালদহের দিক থেকে এসে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছিলেন ওই দম্পতি। মাঝ পথে গাড়ি থামিয়ে পুলিশ তল্লাশি চালাতেই গাঁজা পাচার চক্র ফাঁস। গাড়ি থেকে মোট ৮৬ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকেই অভিযুক্ত দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ মায়ের কাছে মোবাইল চেয়ে না পাওয়ায় নিজের চরম সর্বনাশ করল কিশোরী! অভিমানে আত্মঘাতী
জানা যাচ্ছে, অভিযুক্তদের বাড়ি কোচবিহারের সাহেবগঞ্জ এলাকায়। ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য সংক্রান্ত একটি নির্দিষ্ট NDPS মামলা রুজু করা হয়েছে। ধৃত দম্পতিকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন-সহ NDPS আদালতে পেশ করা হয়েছে।
এদিকে গাঁজা পাচার চক্রে স্বামী-স্ত্রী গ্রেফতারের ঘটনায় হইচই সৃষ্টি হয়েছে এলাকাজুড়ে। গাঁজা পাচার কাণ্ডে আর কেউ জড়িত রয়েছে কি না তাও তদন্ত করে দেখা হচ্ছে ফরাক্কা থানা পুলিশের পক্ষ থেকে।
