মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, রেস্তোরাঁয় কাজের জন্য বাড়ির বাইরে থাকতেন সাহেব। অন্যদিকে রমা ঝিকরহাটী গ্রামে তাঁর বাবার বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার সাহেব বাড়ি ফিরে ফোন করে রমাকে নিজের বাড়িতে ডাকেন। সেখানেই শিল দিয়ে রমার মাথা থেঁতলে খুন করার পর নিজেকে শেষ করে দেন। স্থানীয় বাসিন্দারা ঘটনার কথা পুলিশকে জানালে পুলিশ ঘর থেকে দেহ উদ্ধার করে। এই ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ শুরু হয়েছিল। সেই অশান্তির জেরেই স্ত্রীকে প্রথমে নৃশংসভাবে খুন করেন সাহেব। এরপর নিজের জীবনও শেষ করে দেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কান্দি মহকুমা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে অনুমান দাম্পত্য কলহের জেরেই এই ঘটনা। স্ত্রীকে বাপের বাড়ি থেকে ডেকে নিয়ে আসে তাঁর স্বামী। তারপর তাঁকে খুন করে নিজে আত্মঘাতী হন। তিন বছরের সন্তান রয়েছে এই দম্পতির। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সমগ্র ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Suicide disclaimer
(DISCLAIMER:This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)