মোট ১৮টি দেশের প্রতিনিধিদের সঙ্গে লড়াই করে ওয়েস্টার্ন ড্যান্স বিভাগে ২০ জন প্রতিযোগীকে পিছনে ফেলে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জিতে নিয়েছে এই কৃতি কন্যা। শুধু নাচেই নয়, ৮টি দেশের প্রতিযোগীদের কড়া টক্কর দিয়ে যোগাসন বিভাগেও তৃতীয় স্থান দখল করে ব্রোঞ্জ পদক পেয়েছে সে। একসঙ্গে জোড়া পদক জয় করতেই মুর্শিদাবাদ তথা বাংলার নাম উজ্বল করেছে খুদে ছাত্রী।
advertisement
মুর্শিদাবাদ জেলার কান্দির মেয়ের সাফল্যে শহরজুড়ে এখন আনন্দের পরিবেশ। তাঁর এই অভাবনীয় কৃতিত্বকে সম্মান জানাতে ইতিমধ্যেই কান্দি শহরে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছিল। যেখানে শহরবাসী তাঁদের গর্বের কন্যাকে উষ্ণ সংবর্ধনা জানায়। সম্পূর্না সেন জানিয়েছেন, নৃত্যের পাশাপাশি যোগাসন ছিল তার নেশা। আর সেই নেশাকেই সক্রিয় করে যোগাসনে আসে সাফল্য।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সম্পূর্না সেনের শিক্ষকরাও বেজায় খুশি। শিক্ষকদের কথায়, ‘আমরা আজকে গর্বিত মুর্শিদাবাদ থেকে গোটা বাংলার নাম উজ্বল করেছে।’ ছোট্ট শহরের খুদে ছাত্রী বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে পদক জয় করে বাড়ি ফিরে এসেছে। পাশাপাশি খুশি পরিবারের সদস্যরাও। পরিবারের সদস্যরা জানিয়েছেন, ‘পড়াশুনোর পাশাপাশি নৃত্য ও যোগাসনে নিজের দক্ষতা অর্জন করে পদক জয় করে বাংলার নাম উজ্বল করাতে আমরাও আজ গর্বিত।’





