জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমানের সংসদীয় তহবিলের অর্থায়নে কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে একটি নবনির্মিত ১০ শয্যা বিশিষ্ট হাই ডিপেন্ডেন্সি ইউনিট (HDU) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। ফিতে কেটে এই স্বাস্থ্য পরিষেবা ইউনিটের উদ্বোধন করেন সাংসদ খলিলুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালগোলা বিধানসভার বিধায়ক মোহাম্মদ আলী। মুর্শিদাবাদের ACMOH সুদীপ কান্তি সরকার।
advertisement
এই নতুন HDU ইউনিট স্থানীয় জনগণের জন্য উন্নত স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করবে বলে আশা করা যাচ্ছে। শীততাপ নিয়ন্ত্রিত প্রতিটি শয্যার সঙ্গে থাকবে মনিটর এবং অক্সিজেনের ব্যবস্থা। হাসপাতালে যে সব বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন তাঁরাই এই বিভাগে পরিষেবা দেবেন।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল হোক বা জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতাল, ক্রমশ বাড়ছে রোগীর চাপ। ক্রিটিক্যাল রোগীর চাপও ক্রমশ বেড়েই চলেছে। সেই কথা মাথায় রেখেই এবার ব্লক হাসপাতালে নতুন করে HDU চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দ্বীপ সান্যালের উদ্যোগে এই হাসপাতাল এক নতুন রুপ ফিরে পেল।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ACMOH সুদীপ কান্তি সরকার জানিয়েছেন, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ও মহকুমা হাসপাতাল থেকে দূরত্বের কারণে আশঙ্কাজনকরোগীদের অন্যকোন হাসপাতালে রেফার করে নিয়ে যাওয়া যথেষ্ট কষ্টসাধ্য ছিল। এখন এই পরিষেবার সঙ্গে সেই সমস্যা অনেকটাই দূর হবে। তাই রোগীর চাপ বাড়তে থাকায় কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বেড তৈরির জন্য স্বাস্থ্য দফতরের কাছে আবেদন জানানো হয়েছে। সাংসদ তহবিল থেকেই তৈরি হয় এই পরিষেবা। যাতে উপকৃত হবেন রোগী ও রোগীর আত্মীয়রা।





