East Medinipur News: মাত্র ৩ বছর বয়সেই ইন্টারন্যাশনাল স্টার! খেলার বয়সে একের পর এক খেতাব জয়, পটাশপুরের বিস্ময় শিশুর প্রতিভায় সবাই হতভম্ব

Last Updated:

East Medinipur News: সংস্কৃত শ্লোক থেকে শুরু করে প্রায় পাঁচশোর বেশি ইংরেজি শব্দ অনরগল বলে যাচ্ছে। জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্সে অসামান্য দক্ষতা। পূর্ব মেদিনীপুরের বিস্ময় শিশু ইশারা মহাপাত্রকে চিনুন।

+
ইশারা

ইশারা মহাপাত্র

পটাশপুর, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: বয়স মাত্র তিন বছর। এই বয়সেই সংস্কৃত শ্লোক থেকে শুরু করে প্রায় পাঁচশোর বেশি ইংরেজি শব্দ অনরগল বলে যাচ্ছে সে। কারেন্ট অ্যাফেয়ার্স, বিভিন্ন দেশের জাতীয় পতাকা চেনা-সব কিছুতেই অসামান্য দক্ষতা।
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের খুড়ুই কোটবাড় গ্রামের ইশারা মহাপাত্র। ইতিমধ্যেই তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। এত কম বয়সেই আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে তাক লাগিয়ে দিয়েছে পরিবার থেকে এলাকাবাসী পর্যন্ত। তিন বছর বয়সেই আন্তর্জাতিক খেতাব জিতে নজির গড়েছে এই বিস্ময় প্রতিভা।
আরও পড়ুনঃ  শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে, দক্ষ হাতের নরম পাকে কড়কড়ে আয়
বিগত বছরে ‘আই-বি-আর অ্যাচিভার’ স্বীকৃতি পাওয়ার পর চলতি বছরে ইশারা ছিনিয়ে নিয়েছে ‘ইন্টারন্যাশনাল স্টার কিডস অ্যাওয়ার্ড-২০২৫’। ‘মাল্টি-ট্যালেন্ট’ বিভাগে তাকে দেওয়া হয়েছে ‘রাইজিং স্টার’ তকমা। লন্ডনের একটি আন্তর্জাতিক সংস্থার অনুমোদনে চেন্নাইয়ের থারামানি রিজিওনাল অফিস থেকে ই-মেল মারফত এই সম্মান পাওয়ার খবর জানান হয় পরিবারকে। পরে ডাকযোগে ইশারার বাড়িতে পৌঁছে যায় রাইজিং স্টার মেমেন্টো, পদক, সার্টিফিকেট এবং একাধিক উপহার সামগ্রী। এত কম বয়সে এত বড় সাফল্যে খুশির হাওয়া পরিবারে ও সহ প্রতিবেশিদের।
advertisement
advertisement
আরও পড়ুনঃ  বিনামূল্যে আইনি সহায়তা! আদালতের এই বিশেষ পরিষেবা অনেকেরই অজানা, জেনে রাখুন কাজে লাগতে পারে
ইশারার এই কৃতিত্বে গর্বিত তার বাবা-মা-সহ গোটা পরিবার। ইশারার বাবা সৌভিক মহাপাত্র পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি বলেন, “ঈশ্বরের আশীর্বাদ ও সকলের শুভকামনায় মেয়েকে ভবিষ্যতের পথে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।” ইশারার প্রতিভা দেখে অনেকেই বিস্মিত। কেউ কেউ আবার এত কম বয়সে এমন মেধা দেখে হতবাক হয়ে যাচ্ছেন। প্রতিবেশী থেকে আত্মীয়স্বজন, সকলেই ইশারার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মাত্র তিন বছর বয়সেই ইশারা বহু বাংলা ছড়া, ইংরেজি রাইমস্, সংস্কৃত স্তব-স্তোত্র সাবলীলভাবে বলতে পারে। গ্রাফিক্স, জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্সের নানা বিষয়েও রয়েছে তার দখল। মনীষী ও বিখ্যাত ব্যক্তিত্ব শনাক্ত করতে পারে সহজেই। বিভিন্ন দেশের জাতীয় পতাকা চেনা তার কাছে খেলনার মতো। প্রায় পাঁচশোর বেশি ইংরেজি শব্দ সে রপ্ত করেছে। পাজল ও কিডস ম্যাথেও রয়েছে দক্ষতা। বাংলা ও ইংরেজি বর্ণ, সংখ্যা, ছোট ছোট শব্দ লিখতে পারে সে। জাতীয় সঙ্গীত-সহ নানা গানের কলি গেয়ে ওঠে। নাচের তালে পা মেলাতেও পিছিয়ে নেই। এক কথায়, অদ্ভুত প্রতিভার অধিকারী এই খুদে ইশারা আজ সকলের কাছে এক অনুপ্রেরণার নাম।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: মাত্র ৩ বছর বয়সেই ইন্টারন্যাশনাল স্টার! খেলার বয়সে একের পর এক খেতাব জয়, পটাশপুরের বিস্ময় শিশুর প্রতিভায় সবাই হতভম্ব
Next Article
advertisement
RPF: সন্দেহ হতেই ব্যাগ খোলাল আরপিএফ, উদ্ধার শয়ে শয়ে কচ্ছপ! গ্রেফতার একাধিক
সন্দেহ হতেই ব্যাগ খোলাল আরপিএফ, উদ্ধার শয়ে শয়ে কচ্ছপ! গ্রেফতার একাধিক
  • বন্যপ্রাণী পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল পূর্ব রেলের আরপিএফ-এর মালদহ ডিভিশন৷ আরপিএফ জওয়ানদের তৎপরতায় উদ্ধার হল ৭৯০টি জীবিত কচ্ছপ।

VIEW MORE
advertisement
advertisement