TRENDING:

Murshidabad Khadi: খাদির হাত ধরে বাংলার সূক্ষ্ম সুতি আবার ফিরছে, প্রাণ পাচ্ছে মসলিন শিল্প, একযোগে কাপড় বুনছেন মহিলা-পুরুষ শিল্পী

Last Updated:

Murshidabad News: কালের গর্ভে হারিয়ে যেতে বসা বাংলার সূক্ষ্ম সুতির মসলিন কাপড় আবার ফিরতে শুরু করেছে খাদির হাত ধরে। এখন মহিলাদের পাশাপাশি পুরুষরাও এই কাপড় তৈরি করছেন। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: কালের গর্ভে হারিয়ে যেতে বসা বাংলার সূক্ষ্ম সুতির মসলিন কাপড় আবার ফিরতে শুরু করেছে খাদির হাত ধরে। শুধু তাই নয়, ফের কাজে ফিরতে শুরু করেছেন নদিয়া, মুর্শিদাবাদের প্রায় হারিয়ে যাওয়া মসলিন কাপড়ের শিল্পীরাও। খাদি পর্ষদের দাবি, অনেকেই রুটি-রুজির টানে খেত-মজুরের কাজ বা অন্য পেশায় নাম লিখিয়েছিলেন। কিন্তু এখন মহিলাদের পাশাপাশি পুরুষরাও এই কাপড় তৈরি করছেন।
advertisement

মুর্শিদাবাদ সিল্ক এসময় সিল্ক রুটে প্রাচ্যে আন্তর্জাতিক বাণিজ্য করত। খাদি স্বাধীনতা আন্দোলন দেশীয় পণ্যের গর্ব। ইউনাইটেড অর্থাৎ একতাতেই আমরা জয় পেয়েছি। আর সেই নামের সঙ্গে জড়িয়ে ইতিহাসের মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ খাদি মেলায় ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখেছে ক্রেতা টানতেও।

আরও পড়ুনঃ এই শীতে ঘুরে আসুন শুশুনিয়া পাহাড়! পর্যটকদের জন্য সেজে উঠছে ঝর্ণাতলা থেকে পাহাড়তলী, ছুটির দিন দেখে কেটে ফেলুন টিকিট

advertisement

ডোমকল থেকে আগত সাজিদা বিবি। তিনি-সহ বেশ কয়েকজন মহিলা এখনও এই সুতো তৈরি করে কাপড় ও বিভিন্ন জামার পিস তৈরি করে থাকেন। ঘরের সংসার সামলে একটা শাড়ি তৈরি করতে সময় লাগে প্রায় দু’দিন। মজুরি মেলে মাত্র ৩০০ টাকা। সাজিদা বিবির আক্ষেপের সুরে বলেন, আমরা এই শাড়ি তৈরি করে এখন আর সেই ভাবে মজুরি পায় না। তবুও সূক্ষ্ম সুতির মসলিন কাপড় তৈরি করে থাকি।

advertisement

আরও পড়ুনঃ শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও অদম্য আত্মবিশ্বাস! চন্দ্রকোনার নেপাল গোটা গ্রামের ভরসা, পথ দেখাচ্ছেন অন্যদের

মসলিন কাপড়ের নামের উৎস অবশ্য ভিন দেশে। ইতিহাস বলে, মেসোপটেমিয়াতে টাইগ্রিস নদীর ধারে মোসুল শহর অতি সূক্ষ্ম সুতিবস্ত্র তৈরিতে বিখ্যাত ছিল। সেই মোসুল থেকেই মসলিন। ঠিক ওই রকম সূক্ষ্ম সুতিবস্ত্র তৈরিতে সিদ্ধহস্ত ছিলেন এ দেশের তাঁত শিল্পীরাও। বুনন এমন ছিল যে, আস্ত একটা কাপড় আংটির ভিতর দিয়ে গলে যেতে পারত।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বক্সা জঙ্গলের মহাকাল সাফারির সময় পরিবর্তন! গাইড থেকে পর্যটক, সকলেই চিন্তিত
আরও দেখুন

একটা সময় মুখ্যমন্ত্রীও মসলিন শিল্পকে বাঁচিয়ে তোলার ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন। সেই সূত্র ধরে শিল্পীদের আত্মবিশ্বাস ফেরানোর পাশাপাশি আয় বাড়ানোর ব্যবস্থা, নতুন প্রযুক্তির লুম ও চরকার বন্দোবস্ত, মসলিনের নকশা ও বিপণনে জোর দেওয়া হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad Khadi: খাদির হাত ধরে বাংলার সূক্ষ্ম সুতি আবার ফিরছে, প্রাণ পাচ্ছে মসলিন শিল্প, একযোগে কাপড় বুনছেন মহিলা-পুরুষ শিল্পী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল