মুর্শিদাবাদ সিল্ক এসময় সিল্ক রুটে প্রাচ্যে আন্তর্জাতিক বাণিজ্য করত। খাদি স্বাধীনতা আন্দোলন দেশীয় পণ্যের গর্ব। ইউনাইটেড অর্থাৎ একতাতেই আমরা জয় পেয়েছি। আর সেই নামের সঙ্গে জড়িয়ে ইতিহাসের মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ খাদি মেলায় ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখেছে ক্রেতা টানতেও।
advertisement
ডোমকল থেকে আগত সাজিদা বিবি। তিনি-সহ বেশ কয়েকজন মহিলা এখনও এই সুতো তৈরি করে কাপড় ও বিভিন্ন জামার পিস তৈরি করে থাকেন। ঘরের সংসার সামলে একটা শাড়ি তৈরি করতে সময় লাগে প্রায় দু’দিন। মজুরি মেলে মাত্র ৩০০ টাকা। সাজিদা বিবির আক্ষেপের সুরে বলেন, আমরা এই শাড়ি তৈরি করে এখন আর সেই ভাবে মজুরি পায় না। তবুও সূক্ষ্ম সুতির মসলিন কাপড় তৈরি করে থাকি।
মসলিন কাপড়ের নামের উৎস অবশ্য ভিন দেশে। ইতিহাস বলে, মেসোপটেমিয়াতে টাইগ্রিস নদীর ধারে মোসুল শহর অতি সূক্ষ্ম সুতিবস্ত্র তৈরিতে বিখ্যাত ছিল। সেই মোসুল থেকেই মসলিন। ঠিক ওই রকম সূক্ষ্ম সুতিবস্ত্র তৈরিতে সিদ্ধহস্ত ছিলেন এ দেশের তাঁত শিল্পীরাও। বুনন এমন ছিল যে, আস্ত একটা কাপড় আংটির ভিতর দিয়ে গলে যেতে পারত।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
একটা সময় মুখ্যমন্ত্রীও মসলিন শিল্পকে বাঁচিয়ে তোলার ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন। সেই সূত্র ধরে শিল্পীদের আত্মবিশ্বাস ফেরানোর পাশাপাশি আয় বাড়ানোর ব্যবস্থা, নতুন প্রযুক্তির লুম ও চরকার বন্দোবস্ত, মসলিনের নকশা ও বিপণনে জোর দেওয়া হয়েছে।





