TRENDING:

Murshidabad: সাইবার অপরাধ রুখতে জঙ্গিপুরে অভিনব উদ্যোগ! এবার শহরে ঘুরবে 'সাইবার বাজ'

Last Updated:

Murshidabad: বর্তমান সময়ে বেশিরভাগ কাজই অনলাইনে হয়। সেই সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে অনলাইন প্রতারণার সংখ্যা। এবার এই সাইবার অপরাধ থেকে বাঁচতে মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলায় এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জঙ্গিপুর, তন্ময় মন্ডলঃ ডিজিটাল যুগে বেশিরভাগ কাজই অনলাইনে হচ্ছে। ব্যাঙ্কে টাকাপয়সা লেনদেন থেকে শুরু করে পোশাক, খাবারদাবার অর্ডার করা, আর্থিক লেনদেনের অন্যতম ক্ষেত্রই হয়ে উঠেছে ডিজিটাল মাধ্যম। সেই সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে অনলাইন প্রতারণার ঝুঁকি। কখনও অনলাইনে বিপুল ছাড়ের লোভ দেখিয়ে, কখনও আবার বিজ্ঞাপনী চমকে ভুলিয়ে গ্রাহকদের আকর্ষণ করে এনে সর্বস্বান্ত করছে প্রতারকেরা।
advertisement

বর্তমানে হোটেল বুকিং থেকে টিকিট কাটা, এইসব কাজও অনলাইনে হচ্ছে। সেখানেও জালিয়াতি করার নিত্যনতুন ফন্দিফিকির খুঁজে নিচ্ছে সাইবার অপরাধীরা। ফলে সতর্ক না হলে বিপদ। এবার এই সাইবার অপরাধ থেকে বাঁচতে জঙ্গিপুর পুলিশ জেলায় এক অভিনব উদ্যোগ গ্রহণ করা হল। এবার শহরে ঘুরবে ‘সাইবার বাজ’।

আরও পড়ুনঃ শিশু দিবসের আগে খুদেদের জন্য ‘উপহার’! শিলিগুড়ি হয়ে উঠল ছোটদের উৎসবের আঙিনা, নাটক দেখে আনন্দে ভরল মন

advertisement

সাধারণ মানুষ যাতে সাইবার প্রতারণার শিকার যাতে না হন, সেই জন্য পুলিশের পক্ষ থেকে প্রচার চালানো হবে। পুলিশ জানিয়েছে, বর্তমানে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রায় লেনদেনের প্রলোভন দেখালে সেই ফাঁদে পা দেবেন না। স্বল্প বিনিয়োগে বিপুল লাভের অঙ্ক দেখিয়ে প্রতারণার নতুন কৌশল রপ্ত করেছে হ্যাকারেরা। অনলাইনে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত কোনও রকম স্কিমে বিনিয়োগ করতে বারণ করছে গুগল।

advertisement

View More

এছাড়া অনেকেই WhatsApp বা টেলিগ্রামে চাকরির অফার পান। পরে তাঁদের প্রতারিত হতে হয়। পুলিশ এও জানিয়েছে, কোনও আনুষ্ঠানিক চাকরির চুক্তি বা ম্যাচ নেই, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে কথোপকথন হয়, পেশাদার প্ল্যাটফর্ম ব্যবহার করা হয় না। টাকা বিনিয়োগের পরেই আপনাকে ‘বড় চাকরি’ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই সঙ্গেই একটি জাল ড্যাশবোর্ড দেখায় আপনি কত উপার্জন করেছেন। রেফারেল স্কিম এবং পিরামিড নেটওয়ার্কিংকে আরও লোক যোগ করা বলা হয়। অনেক সময় ব্যক্তিগত তথ্য এবং ব্যাঙ্কের বিবরণও চাওয়া হয়, যা পরিচয় চুরির ঝুঁকি তৈরি করে। সেই কারণে অফিসিয়াল ওয়েবসাইট বা উৎস থেকে যেকোনও চাকরির অফার পরীক্ষা করুন। নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, OTP বা পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার করবেন না। এই ধরনের যেকোনও জালিয়াতির ক্ষেত্রে অবিলম্বে cybercrime.gov.in -এ রিপোর্ট করুন।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
গৃহশিক্ষকতার স্বল্প উপার্জনে দুঃস্থ আদিবাসী পড়ুয়াদের বই খাতা কলম খাবার কিনে দেন তরুণী
আরও দেখুন

এই সাইবার প্রতারকদের হাত থেকেই সাধারণ মানুষকে রক্ষা করার উদ্দেশে জঙ্গিপুর পুলিশ জেলার পক্ষ থেকে একটি বিশেষ উদ্যোগ নেওয়া হল। জঙ্গিপুর পুলিশ সুপার অফিসে একটি সুসজ্জিত ট্যাবলোর মাধ্যমে প্রত্যন্ত এলাকায় সাধারণ মানুষকে সাইবার প্রতারকদের হাত থেকে নিজেদের বাঁচিয়ে রাখার জন্য বার্তা দেওয়া হবে। এই ট্যাবলোয় থাকছে বিভিন্ন রকম সাইবার প্রতারণার পোস্টার। পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশে বাসের ভিতর বসার ব্যবস্থা করে, টিভি লাগিয়ে ভিডিও দেখানো হবে। এই গাড়িটির নাম দেওয়া হয়েছে ‘সাইবার বাজ’।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad: সাইবার অপরাধ রুখতে জঙ্গিপুরে অভিনব উদ্যোগ! এবার শহরে ঘুরবে 'সাইবার বাজ'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল