Siliguri: শিশু দিবসের আগে খুদেদের জন্য 'উপহার'! শিলিগুড়ি হয়ে উঠল ছোটদের উৎসবের আঙিনা, নাটক দেখে আনন্দে ভরল মন
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Siliguri: এদিন শহরের বিভিন্ন স্কুলের শতাধিক শিশু পরিবারের সদস্যদের সঙ্গে হাজির হয়েছিল। মঞ্চে একের পর এক নাটক, করতালির গর্জনে চারিদিক জুড়ে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত উচ্ছ্বাস।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্যঃ দীনবন্ধু মঞ্চের সামনে দুপুর থেকেই ভিড় জমেছে। হাসতে হাসতে এক স্কুল পড়ুয়া বলে, “আজ আমরা নাটক দেখতে যাচ্ছি!” শিশু দিবসের আগেই থিয়েটারের শহর শিলিগুড়ি হয়ে উঠল ছোটদের উৎসবের আঙিনা।
শিলিগুড়ি বনমালা থিয়েটার ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হল এক অনন্য অনুষ্ঠান- ‘থিয়েটারের সঙ্গে শিশু দিবস পালন’। শহরের বিভিন্ন স্কুলের শতাধিক শিশু পরিবারের সদস্যদের সঙ্গে হাজির হয়েছিল। মঞ্চে একের পর এক নাটক, করতালির গর্জনে চারিদিক জুড়ে ছড়িয়ে পড়ে এক অদ্ভুত উচ্ছ্বাস।
আরও পড়ুনঃ মেয়ের বিয়ের আগেই সর্বনাশ! মধ্যমগ্রামের আবাসনে দুঃসাহসিক চুরি, সোনার গয়না-টাকা নিয়ে চম্পট দিল চোরের দল
এদিন মঞ্চে তিনটি জনপ্রিয় নাটক পরিবেশিত হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কাবুলিওয়ালা’, মনোজ মিত্রের ‘ফ্যানসি ও ন্যানসি’ এবং শিশু-কিশোরদের জন্য উপযুক্ত নতুন নাটক ‘খোয়াব’। দর্শকাসনে বসা শিশুদের চোখে কখনও হাসি, কখনও বিস্ময়। নাটকের ভাষায় তাঁরা যেন নতুন করে গল্প, মানুষ, জীবনকে চিনছে।
advertisement
advertisement
আয়োজনের মূল ভাবনা প্রসঙ্গে বনমালার সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন, “আজকের বাচ্চারা সিনেমা বা মোবাইলেই গল্প খোঁজে। আমরা চাই তাঁরা যেন নাটকের ভাষায় মানুষ ও অনুভূতিকে চিনতে শেখে। তাই এই উদ্যোগ।” কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষকে শ্রদ্ধা জানিয়ে এই আয়োজনকে ঘিরে শহরের বহু সাংস্কৃতিক কর্মী ও থিয়েটারপ্রেমী মঞ্চে উপস্থিত ছিলেন। দিনভর হাসি, করতালি ও সংলাপে মুখর হয়ে উঠেছিল দীনবন্ধু মঞ্চ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
শেষে যখন আলো নিভে আসে, এক ছোট্ট মেয়ে মায়ের হাত ধরে বলে ওঠে, “মা, আমিও নাটক করব!” ঠিক সেই মুহূর্তেই যেন বোঝা যায়, শিলিগুড়ির থিয়েটার সংস্কৃতি নতুন প্রজন্মের হাতে যেন এবার পৌঁছে গেল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Siliguri,Darjeeling,West Bengal
First Published :
November 11, 2025 3:14 PM IST
