বুধবার সকালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ওমরপুরে অবস্থিত জাতীয় সড়কের উপরে একটি ধাবার সামনে ছোট একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। আর সেই গাড়ির উপরে ভেঙে পড়ল একটি ইলেকট্রিক পোল।
আরও পড়ুন: চলন্ত ট্রেনের সঙ্গে সেলফি! বকরিদের পরেই এমন ভয়ানক ইচ্ছেই কাল হল দুই যুবকের
জানা গিয়েছে, ইলেকট্রিক অফিসের কর্মীরা যখন কাজ করছিলেন তখন হঠাৎই ওই ইলেকট্রিক পোল সরাসরি এসে পড়ে ওই গাড়ি ও মোটরবাইকের উপরে। দুমড়ে মুচড়ে যায় একটি গাড়ি ও মোটরবাইক। অন্যদিকে এই ঘটনার সম্পূর্ণ ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায় ফুটেজে। ইলেকট্রিক কর্মীদের গাফিলতির অভিযোগ তুলেছেন ওই ধাবার মালিক কর্তৃপক্ষ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ধাবার মালিক কর্তৃপক্ষ জানিয়েছেন, বুধবার সকালে জাতীয় সড়কের ওপর ৩৩ হাজার বিদ্যুৎ-এর সংযোগের কাজ চলছিল। আর তখন ইলেকট্রিক তারের টান দিতেই হঠাৎই ভেঙে পড়ে যায় বিদ্যুৎ খুঁটি। নিম্নমানের বিদ্যুৎ খুঁটি ছিল বলেই এই অঘটন ঘটেছে বলেই জানিয়েছেন তারা। যদিও পরে বিদ্যুৎ দফতরের কর্মীরা এসে তড়িঘড়ি কাছে হাত লাগান ক্ষতিগ্রস্ত খুঁটি সরিয়ে নেওয়ার জন্য।
কৌশিক অধিকারী