Murshidabad News: চলন্ত ট্রেনের সঙ্গে সেলফি! বকরিদের পরেই এমন ভয়ানক ইচ্ছেই কাল হল দুই যুবকের

Last Updated:

চলন্ত ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে প্রাণ হারালেন ২ যুবক

রেললাইন
রেললাইন
মুর্শিদাবাদ: রেল লাইনের ধারে শখের বসে সেলফি। আর সেই সেলফি তুলতে গিয়ে হল চরম পরিণতি। মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ ও ভগবানগোলার মাঝামাঝি মাইলবাসা এলাকায় মঙ্গলবার রাতে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। রেললাইনের ধারে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে দ্রুতগতির ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সাহানুল ইসলাম ও মাইনুল সেখ। বাড়ি টিকিয়াপাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, মৃত দুই যুবক সাহানুল ইসলাম ও মাইনুল সেখ ইদের পরে রেল লাইনের ধারে ঘুরতে যান। তাদের ইচ্ছা ছিল চলন্ত ট্রেনের সামনে দাঁড়িয়ে সেলফি তুলে সমাজ মাধ্যমে আপলোড করবেন। আর সেটাই হল কাল। চিরতরে বিদায় নিতে হল এই দু’যুবককে।
advertisement
advertisement
দুই যুবক রেললাইনের পাশে মোবাইলে ছবি তুলছিলেন। সেই সময় আচমকা একটি ট্রেন ছুটে আসে এবং সোজা ধাক্কা মারে। একজন ঘটনাস্থলেই মারা যায়। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অ্যাম্বুলেন্সেই তাঁর মৃত্যু হয়। পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবার জুড়ে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মনোবিদ চিকিৎসক ডাঃ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, বর্তমানে যুব সমাজ আকৃষ্ট মোবাইলে। ফলে সেলফি তোলা একটি নেশা। তবে রেল লাইনের ধারে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে এই পরিণতি কোনভাবেই কাঙ্খিত নয়। যদিও বর্তমানে রেল লাইনের ধারে দাঁড়িয়ে সেলফি তোলার চরম পরিণতি ঘটল যেটা খুব দুঃখজনক ঘটনা। তবে রেল লাইনের ধারে দাঁড়িয়ে এইভাবে কেউ সেলফি না তোলার বার্তা দেওয়া হয়েছে।
advertisement
কৌশিক অধিকারী
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: চলন্ত ট্রেনের সঙ্গে সেলফি! বকরিদের পরেই এমন ভয়ানক ইচ্ছেই কাল হল দুই যুবকের
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement