প্রতিবেশী এক জমির মালিকের বিরোধিতার কারণে তাঁদের বাড়িতে বিদ্যুৎ পোল বসানো হচ্ছিল না, এমনকি হামলার শিকার হতে হচ্ছিল পরিবারটিকে। জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরে না ছিল বিদ্যুৎ। না ছিল সরকারি কোনও সাহায্য। ঘরের ছাউনি বৃষ্টি ঠেকাতে পারে না। কুপি জ্বালিয়ে রাত পার করেছেন তাঁরা। এমন জীবন যেন কল্পনাকেও হার মানায়।
advertisement
এই খবর কানে আসতে আর চুপ করে ঘরে বসে থাকতে পারেননি লালগোলা থানার ওসি অতনু দাস। নিজে ছুটে গেলেন তিনি। তড়িঘড়ি বিদ্যুতের খুঁটি বসানো-সহ তার সংযোগ, সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করলেন তিনি। পুলিশ যে মানুষের পাশে তার সদর্থক বার্তা দিয়েছেন অতনুবাবু।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা গিয়েছে, জহিরুলের স্ত্রী সাহিনা বিবি লালগোলা থানায় গিয়ে এসআই অতনু দাসের কাছে সহায়তা চান। পুলিশ তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়ে সকালেই ইলেকট্রিক পোল বসানোর কাজ সম্পন্ন করে। শীঘ্রই তাঁদের ঘর আলো-পাখায় মুখরিত হবে। এই উদ্যোগে গ্রামবাসী-সহ জহিরুলের পরিবার লালগোলা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। পুলিশের এমন মানবিক ভূমিকা স্থানীয়দের মনে আশা জাগিয়েছে।