মা পালালেন প্রেমিকের সঙ্গে, ৯ বছরের ছেলে ২ বছর ফ্ল্যাটে একা…খাবার নেই! কী হল তার পর? শিউরে উঠবেন
চৈত্রের অকাল বর্ষনে গরম থেকে রেহাই পাওয়া গেলেও চাষবাসের ক্ষেত্রে এই বৃষ্টির এক ফোঁটা যেন অভিশাপ। অকাল বৃষ্টিতে রবি ফসলের ক্ষতির আশঙ্কা প্রবল। আলু, পেঁয়াজ, সর্ষে, মরশুমি বিভিন্ন সবজি থেকে গম– চাষ নিয়ে চাষিদের মাথায় হাত। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপটে আমের মুকুলও নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
advertisement
হঠাৎ বর্ষণে জমিতে থাকা আলুর পচন ধরতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
২২ তরুণী…১ নাবালক! হোটেলের ঘরে সারা রাত চলল ‘অদ্ভুত’ এই কাণ্ড! পুলিশ এসে দরজা খুলতেই, চোখ কপালে!
বর্তমানে এখন জমি থেকে গম কাটার তোরজোড়ও চলছে। আর এই সময়ে বৃষ্টি হওয়ায় গম নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। চাষিদের আশঙ্কা এই বৃষ্টিতে আমের মুকুল নষ্ট হয়ে গেল। ঝোড়ো হাওয়ায় গম জমিতেই নষ্ট হবে। প্রাকৃতিক দুর্যোগে মাথায় হাত চাষিদের। মুর্শিদাবাদ জেলার লালবাগ, জিয়াগঞ্জ সহ বিভিন্ন এলাকায় আমের মুকুল নষ্ট হতে পারে যার কারণে মাথায় হাত আমচাষিদের কপালে।
‘ছেলের মতো’ করে বড় করেছিলেন…পোষ্য জার্মান শেফার্ড কুকুরের ‘শিকার’ বৃদ্ধা! রক্তে ভাসল ঘর
অবিরাম বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ায় নষ্ট হয়েছে বহু ফুল। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ায় সম্ভবনা রয়েছে। তবে লাগাতার বৃষ্টি হলে কী ভাবে সামাল দেবেন? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন কৃষিজীবী মানুষদের কাছে। আপাতত হাওয়া বদলের অপেক্ষার প্রহর গুনছেন মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চলের চাষিরা।
যদিও কৃষি দফতরের আধিকারিকরা জানিয়েছেন, বর্তমানে বৃষ্টির জেরে গম ও আম চাষে ক্ষতি হতে পারে। কৃষি দফতর নজর রাখছে বিভিন্ন জায়গায়।
কৌশিক অধিকারী