মা পালালেন প্রেমিকের সঙ্গে, ৯ বছরের ছেলে ২ বছর ফ্ল্যাটে একা...খাবার নেই! কী হল তার পর? শিউরে উঠবেন

Last Updated:
Mother Left 9 Year Old Son: ফাঁকা ফ্ল্যাটে একা পড়ে ছিল ৯ বছরের ছেলে। মা প্রেমিকের সঙ্গে থাকতেন অন্য শহরে। দুই বছর ধরে কী ভাবে কাটাল সে? কী খেল, কোথায় ঘুমোল, কাকে জানাল তার কষ্টের কথা? অবিশ্বাস্য হলেও সত্যি, এই ঘটনাটি শুনে শিউরে উঠছেন সবাই।
1/10
ফাঁকা ফ্ল্যাটে একা পড়ে ছিল ৯ বছরের ছেলে। মা প্রেমিকের সঙ্গে থাকতেন অন্য শহরে। দুই বছর ধরে কীভাবে কাটাল সে? কী খেল, কোথায় ঘুমোল, কাকে জানাল তার কষ্টের কথা? অবিশ্বাস্য হলেও সত্যি, এই ঘটনাটি শুনে শিউরে উঠছেন সবাই।
ফাঁকা ফ্ল্যাটে একা পড়ে ছিল ৯ বছরের ছেলে। মা প্রেমিকের সঙ্গে থাকতেন অন্য শহরে। দুই বছর ধরে কী ভাবে কাটাল সে? কী খেল, কোথায় ঘুমোল, কাকে জানাল তার কষ্টের কথা? অবিশ্বাস্য হলেও সত্যি, এই ঘটনাটি শুনে শিউরে উঠছেন সবাই। (Representational Image)
advertisement
2/10
মায়ের জন্য সন্তানই সবচেয়ে প্রিয় হয়—এটাই স্বাভাবিক। কিন্তু যদি কোনও মা নিজের ছেলেকে ফেলে রেখে প্রেমিকের সঙ্গে থাকতে চলে যান? শুনলেই অবিশ্বাস্য মনে হয়, তাই না? কিন্তু বাস্তবে এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। মাত্র ৯ বছরের এক শিশু দু’বছর ধরে একা একটি ঠান্ডা ফ্ল্যাটে বাস করছিল। তার মা তাকে ছেড়ে প্রেমিকের সঙ্গে থাকতে চলে গিয়েছিলেন!
মায়ের জন্য সন্তানই সবচেয়ে প্রিয় হয়—এটাই স্বাভাবিক। কিন্তু যদি কোনও মা নিজের ছেলেকে ফেলে রেখে প্রেমিকের সঙ্গে থাকতে চলে যান? শুনলেই অবিশ্বাস্য মনে হয়, তাই না? (Representational Image)
advertisement
3/10
কিন্তু বাস্তবে এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। মাত্র ৯ বছরের এক শিশু দু’বছর ধরে একা একটি ঠান্ডা ফ্ল্যাটে বাস করছিল। তার মা তাকে ছেড়ে প্রেমিকের সঙ্গে থাকতে চলে গিয়েছিলেন!
কিন্তু বাস্তবে এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। মাত্র ৯ বছরের এক শিশু দু’বছর ধরে একা একটি ঠান্ডা ফ্ল্যাটে বাস করছিল। কোনওভাবে মিষ্টি, টিনজাত খাবার আর প্রতিবেশীদের সামান্য সহানুভূতি নিয়েই কাটিয়ে দিয়েছে সে সময়টা। কী ভাবে একা একটানা দু’বছর বেঁচে ছিল এই শিশু? কীভাবে ফাঁস হল এই মর্মান্তিক সত্য? (Representational Image)
advertisement
4/10
মা প্রেমিকের বাড়িতে আরামে বসবাস করলেও, মাত্র ৫ কিলোমিটার দূরে থাকা ছেলের খোঁজ খুব কমই নিতেন। মাঝেমধ্যে এসে কিছু খাবার দিয়ে যেতেন, কিন্তু ছেলেকে সঙ্গে নেওয়ার কোনও চেষ্টা করেননি। আশ্চর্যের বিষয়, দীর্ঘ সময় ধরেই কেউ টেরই পায়নি যে ওই ফ্ল্যাটে এক শিশু একাই বাস করছে। সে নিজেই স্কুলে যেত, নিজের সব কাজ করত। তবে একদিন প্রতিবেশীদের সন্দেহ হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। এরপর ফাঁস হয় চাঞ্চল্যকর সত্য।
মা প্রেমিকের বাড়িতে আরামে বসবাস করলেও, মাত্র ৫ কিলোমিটার দূরে থাকা ছেলের খোঁজ খুব কমই নিতেন। মাঝেমধ্যে এসে কিছু খাবার দিয়ে যেতেন, কিন্তু ছেলেকে সঙ্গে নেওয়ার কোনও চেষ্টা করেননি। আশ্চর্যের বিষয়, দীর্ঘ সময় ধরেই কেউ টেরই পায়নি যে ওই ফ্ল্যাটে এক শিশু একাই বাস করছে। সে নিজেই স্কুলে যেত, নিজের সব কাজ করত। তবে একদিন প্রতিবেশীদের সন্দেহ হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়।  (Representational Image)
advertisement
5/10
প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ যখন ফ্ল্যাটে প্রবেশ করে, তখন তারা হতভম্ব হয়ে যায়। ফ্রিজ ছিল ফাঁকা, ডাস্টবিন ভর্তি ছিল কেকের মোড়ক ও ফাঁকা টিনজাত খাবারের বাক্সে। তদন্তে স্পষ্ট হয়, দীর্ঘ মাস ধরে সেখানে কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তি আসেননি। ঘরে কোনও বড়দের পোশাক, জুতো বা টুথব্রাশও ছিল না।
প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ যখন ফ্ল্যাটে প্রবেশ করে, তখন তারা হতভম্ব হয়ে যায়। ফ্রিজ ছিল ফাঁকা, ডাস্টবিন ভর্তি ছিল কেকের মোড়ক ও ফাঁকা টিনজাত খাবারের বাক্সে। তদন্তে স্পষ্ট হয়, দীর্ঘ মাস ধরে সেখানে কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তি আসেননি। ঘরে কোনও বড়দের পোশাক, জুতো বা টুথব্রাশও ছিল না। (Representational Image)
advertisement
6/10
পুলিশের জিজ্ঞাসাবাদে ছেলেটি জানায়, সে গত দুই বছর ধরে একাই থাকছে, কারণ তার মা প্রায় আসতেনই না। এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। কেউই ভাবতে পারছিল না, কীভাবে একটি মা তার সন্তানকে এমন অবস্থায় ফেলে যেতে পারে। এরপর পুলিশ ৩৯ বছর বয়সি মা আলেক্সান্দ্রাকে খুঁজতে শুরু করে এবং তাকে প্রেমিকের বাড়ি থেকে আটক করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে ছেলেটি জানায়, সে গত দুই বছর ধরে একাই থাকছে, কারণ তার মা প্রায় আসতেনই না। এই কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। কেউই ভাবতে পারছিল না, কীভাবে একটি মা তার সন্তানকে এমন অবস্থায় ফেলে যেতে পারে। এরপর পুলিশ ৩৯ বছর বয়সি মা আলেক্সান্দ্রাকে খুঁজতে শুরু করে এবং তাকে প্রেমিকের বাড়ি থেকে আটক করে। (Representational Image)
advertisement
7/10
প্রথমে মা দাবি করেন, তার ছেলে সবসময় তার সঙ্গেই ছিল এবং সে মিথ্যা বলছে। কিন্তু পুলিশি তদন্তেই বেরিয়ে আসে আসল সত্য। মহিলার ফোনের লোকেশন পরীক্ষা করে দেখা যায়, তিনি নিয়মিত ছেলের ফ্ল্যাটে যেতেন না। আদালতে বিচারক যখন জানতে চান, "আপনার ছেলে বলছে, আপনি তাকে দুই বছর একা ফেলে রেখেছিলেন, এর কারণ কী?" মহিলা নির্বিকারভাবে বলেন, "আমি জানি না সে কেন এমন বলছে।"
প্রথমে মা দাবি করেন, তার ছেলে সবসময় তার সঙ্গেই ছিল এবং সে মিথ্যা বলছে। কিন্তু পুলিশি তদন্তেই বেরিয়ে আসে আসল সত্য। মহিলার ফোনের লোকেশন পরীক্ষা করে দেখা যায়, তিনি নিয়মিত ছেলের ফ্ল্যাটে যেতেন না। আদালতে বিচারক যখন জানতে চান, "আপনার ছেলে বলছে, আপনি তাকে দুই বছর একা ফেলে রেখেছিলেন, এর কারণ কী?" মহিলা নির্বিকারভাবে বলেন, "আমি জানি না সে কেন এমন বলছে।" (Representational Image)
advertisement
8/10
তদন্তের পর আদালত মহিলাকে শিশু অবহেলার দায়ে ১৮ মাসের স্থগিত কারাদণ্ড দেয়। অর্থাৎ তিনি কারাগারে যাবেন না, তবে পুলিশের নজরদারিতে থাকবেন এবং নির্দিষ্ট শর্ত মানতে হবে। আগামী ৬ মাস তাকে ইলেকট্রনিক ট্যাগ পরে থাকতে হবে। অন্যদিকে, ছেলেটিকে গত বছর থেকেই ফস্টার কেয়ারে রাখা হয়েছে এবং সে মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।
তদন্তের পর আদালত মহিলাকে শিশু অবহেলার দায়ে ১৮ মাসের স্থগিত কারাদণ্ড দেয়। অর্থাৎ তিনি কারাগারে যাবেন না, তবে পুলিশের নজরদারিতে থাকবেন এবং নির্দিষ্ট শর্ত মানতে হবে। আগামী ৬ মাস তাকে ইলেকট্রনিক ট্যাগ পরে থাকতে হবে। অন্যদিকে, ছেলেটিকে গত বছর থেকেই ফস্টার কেয়ারে রাখা হয়েছে এবং সে মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। (Representational Image)
advertisement
9/10
তার স্কুলের এক শিক্ষক জানিয়েছেন, "সে তার বয়সের তুলনায় অত্যন্ত পরিণত, শক্তিশালী এবং আত্মনির্ভরশীল হয়ে উঠেছে। শীতকালে কোনো হিটারের সাহায্য ছাড়াই রাত কাটানো, একাধিক কম্বল জড়িয়ে ঘুমানো, ঠান্ডা জল দিয়ে স্নান করা, অন্ধকারে একা থাকা—এসব তার জীবনের কঠিন বাস্তবতা হয়ে উঠেছিল। এত কষ্টের পরও সে প্রতিদিন স্কুলে যেত এবং এত ভাল ফল করত যে, শিক্ষকরাও কিছু বুঝতে পারেননি।"
তার স্কুলের এক শিক্ষক জানিয়েছেন, "সে তার বয়সের তুলনায় অত্যন্ত পরিণত, শক্তিশালী এবং আত্মনির্ভরশীল হয়ে উঠেছে। শীতকালে কোনো হিটারের সাহায্য ছাড়াই রাত কাটানো, একাধিক কম্বল জড়িয়ে ঘুমানো, ঠান্ডা জল দিয়ে স্নান করা, অন্ধকারে একা থাকা—এসব তার জীবনের কঠিন বাস্তবতা হয়ে উঠেছিল। এত কষ্টের পরও সে প্রতিদিন স্কুলে যেত এবং এত ভাল ফল করত যে, শিক্ষকরাও কিছু বুঝতে পারেননি।" (Representational Image)
advertisement
10/10
ফ্রান্সের নেরস্যাক শহরে এই ঘটনাটি ২০২৩ সালের, কিন্তু এটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সবাই জানছেন আর অবাক হচ্ছেন।
ফ্রান্সের নেরস্যাক শহরে এই ঘটনাটি ২০২৩ সালের, কিন্তু এটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সবাই জানছেন আর অবাক হচ্ছেন।  (Representational Image)
advertisement
advertisement
advertisement