চাষিদের দাবি, আগের বছর এই সময় শিম বিক্রি হত প্রায় ১০০ টাকা কেজি দরে। কিন্তু এবছর দাম নেমে এসেছে মাত্র ৩৫ থেকে ৪০ টাকায়। ফলে হতাশায় ভুগছেন হরিহরপাড়া এলাকার শিম চাষিরা।
আরও পড়ুন: জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে রুক্মিণী, টলি অভিনেত্রীকে দেখতে ঢল নামল ভক্তদের! জানুন কোথায়
advertisement
প্রতিদিন মুর্শিদাবাদের হরিহরপাড়ার মিয়ারবাগান পাইকারি হাটে এলাকার কৃষকেরা শিম বিক্রি করতে আসেন। কৃষক নাজির সেখ জানিয়েছেন, “এক বিঘা জমিতে চাষ করতে খরচ পড়ে প্রায় ১৮ হাজার টাকা। একদিন বাদে বাদে কীটনাশক স্প্রে করতে হয়। প্রতিদিন গাছে যত্ন নিতে হয়। গত হাটে ৬০-৬৫ টাকা কেজি দরে বিক্রি করেছি। আজকে দাম অনেকটাই কমে গেছে। দিন দিন পড়ছে দাম, চিন্তায় আছি।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে চাষিরা জানিয়েছেন, শিম গাছে জাব পোকা, থ্রিপস, পড বোরার ইত্যাদির আক্রমণ হতে পারে। জাব পোকা নতুন ডগা, পাতা, ফুল ও ফল ইত্যাদির রস চুষে খায়। নিমের বীজের শাঁস পিসে জলে মিশিয়ে স্প্রে করে এদের দমন করা যায়। ভাইরাস আক্রান্ত গাছগুলো মাটিসহ উঠিয়ে গভীর গর্তে পুঁতে দিতে হবে।
স্থানীয় পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, মিয়ারবাগান হাট থেকেই প্রতিদিন শিম চলে যায় বিহার ও কলকাতার শিয়ালদহ বাজারে। তবে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম পড়েছে বলে দাবি তাঁদের। চাষিদের আশা, আগামী কয়েক সপ্তাহের মধ্যে যদি চাহিদা বাড়ে, তাহলে হয়ত কিছুটা ঘুরে দাঁড়াতে পারবেন তারা। এখন অপেক্ষা বাজারের দামের উত্থানের।





