স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, মৃতের নাম শাজাহান সেখ (৫২)। বাড়ি মুর্শিদাবাদ জেলার জলঙ্গি থানার বিদুপুর কলোনী এলাকায়। শাজাহানরা তিন ভাই। শাজাহান একাই থাকে। এক ভাই রুবেল সেখ বাইরে থাকেন। আর এক ভাই আশরাফুল সেখ তার পরিবার নিয়ে এখানে থাকেন। রুবেল সেখের জমিতে বেগুন গাছ লাগানো ছিল। এদিন সকালে একটি বেগুন তোলে শাজাহান। ওই বেগুন তোলাকে কেন্দ্র করে অপর এক ভাই আশরাফুল ও তার ছেলে ইমান সেখ শাজাহানের সঙ্গে অশান্তি শুরু করেন।
advertisement
তাকে এলোপাথাড়ি মারধর করা হয় বলে অভিযোগ। গুরুত্বর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনার পর স্থানীয় লোকজন তাকে তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে যায় সাদিখান দেয়ার গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ প্রহরী বিহীন রেলগেটে যাতায়াত আর নয়! দুর্ঘটনা আটকাতে কুলপির এই রাস্তা বন্ধ করল কর্তৃপক্ষ
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটি আসে জলঙ্গি থানার পুলিশ। এই ঘটনার পর কান্নার রোল ওঠে গোটা গ্রাম-সহ পরিবার জুড়ে। পুলিশ সূত্রে জানা যায়, বেগুন তোলাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক বলে জানা যায় পুলিশ সূত্রে। ঘটনার তদন্ত করে দেখছে জলঙ্গি থানার পুলিশ। দেহ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হবে পরিবারের সদস্যদের হাতে এমনটাই পুলিশ জানিয়েছে।






