South 24 Parganas News: প্রহরী বিহীন রেলগেটে যাতায়াত আর নয়! দুর্ঘটনা আটকাতে কুলপির গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করল কর্তৃপক্ষ 

Last Updated:

South 24 Parganas News: প্রহরী বিহীন রেলগেটে দুর্ঘটনা আটকাতে কুলপিতে রাস্তা বন্ধ করল কর্তৃপক্ষ। এর ফলে যাত্রীরা আর সরাসরি রাস্তা পার করতে পারবেন না। এবার থেকে তাদের যাতায়াত করতে হবে বিকল্প রাস্তা দিয়ে।

বন্ধ করা হয়েছে রেলগেট
বন্ধ করা হয়েছে রেলগেট
কুলপি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: প্রহরী বিহীন রেলগেটে দুর্ঘটনা আটকাতে কুলপিতে রাস্তা বন্ধ করল কর্তৃপক্ষ। এর ফলে যাত্রীরা আর সরাসরি রাস্তা পার করতে পারবেন না। এবার থেকে তাদের যাতায়াত করতে হবে বিকল্প রাস্তা দিয়ে।
বেশ কয়েকদিন আগে এই খোলা রেলগেট থাকার কারণে দুর্ঘটনা ঘটেছিল। একবার চালকের তৎপরতায় প্রাণে বাঁচেন বহু যাত্রী। কুলপি থানার বেলপুকুর ও কেওড়াতলা গ্রাম পঞ্চায়েতের মাঝখানে লক্ষ্ণীপাশা ভগবানপুর এলাকায় একাধিকবার এই ঘটনা ঘটে।
আরও পড়ুনঃ উত্তরবঙ্গের প্রথম নিরাপত্তা বেষ্টনী! লেপার্ড ঠেকাতে সুন্দরবনের মডেলে নাইলন ফেন্সিং ও ট্র্যাপ ক্যামেরা, শ্রমিক মহল্লায় উচ্ছ্বাস
যাত্রী বোঝাই টোটো গ্রামের ঢালাই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই ঘটনা ঘটে‌। ওই রাস্তার মাঝখান দিয়ে রেললাইন চলে গিয়েছে। টোটোটি যখন রেললাইন পার হচ্ছিল, সেই সময় বিপত্তি ঘটে। রেল লাইনের মাঝখানে টোটোর চাকা আটকে যায়। অনেক চেষ্টা করেও চালক লাইন পার করতে পারেননি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ  পঞ্জাব-হরিয়ানার পথে বাংলা! অবাধে নাড়া পুড়িয়ে অজান্তেই নিজের বিপদ ডেকে আনছেন চাষিরা, জানেন কী ক্ষতি হচ্ছে
ঠিক তখনই ট্রেন করঞ্জলি স্টেশন ছেড়ে নিশ্চিন্তপুরের দিকে যাচ্ছিল। ট্রেনটি দেখেই টোটোর চালক-সহ যাত্রীরা ছুটে পালিয়ে যান। টোটোটি তখন রেললাইনের মাঝখানে দাঁড় করানো ছিল। ট্রেন এসে সজোরে টোটোতে ধাক্কা মারে। ট্রেনের চাকায় টোটো আটকে যায়। তবে চালকের তৎপরতায় কিছুটা যাওয়ার পর ট্রেনটি দাঁড়িয়ে যায়। এরপরই গ্রামবাসীরা এসে ট্রেনের সামনে ঢুকে যাওয়া টোটোটিকে টেনে বের করেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কিছুদিন আগেও একটি সিমেন্ট বোঝাই মেশিন ভ্যান রেললাইনে আটকে গিয়েছিল। সেই সময়ও একই পরিস্থিতি ঘটেছিল। এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার গোটা রাস্তাই বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
এবার থেকে বিকল্প রাস্তায় যেতে হবে সকলকে। তবে স্থানীয় বাসিন্দারা এই জায়গায় রেলগেট তৈরি করে রাস্তা খুলে দেওয়ার দাবি তুলেছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: প্রহরী বিহীন রেলগেটে যাতায়াত আর নয়! দুর্ঘটনা আটকাতে কুলপির গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করল কর্তৃপক্ষ 
Next Article
advertisement
Raihan Vadra Engagement: বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
বাগদান হয়ে গেল প্রিয়াঙ্কা গান্ধির পুত্র রাইহানের! কে এই আভিভা বেগ? চিনে নিন
  • বাগদান হয়ে গেল রাইহান বঢরার৷

  • প্রিয়াঙ্কা এবং রবার্ট বঢরার পুত্র রাইহান৷

  • বান্ধবী আভিভা বেগের সঙ্গে বাগদান সম্পন্ন৷

VIEW MORE
advertisement
advertisement