মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের জেমো বিশ্বাস পাড়া প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা প্রায় ৭০ জন। অভিযোগ, স্কুলে দুই শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে অর্ঘ পান তিনি টিআইসি চার্জ নিতে নারাজ। অন্যদিকে আরও একজনকে শিক্ষিকা মনজিলা পারভীন রয়েছেন, তিনি ও টিআইসি চার্জ নিতে নারাজ।
advertisement
আর টিআইসি চার্জ না নেওয়ার কারণেই স্কুলে ১৫ দিন ধরে বন্ধ আছে মিড ডে মিলের পরিষেবা। যে কারণেই বিদ্যালয়ে অনুপস্থিত হচ্ছে এলাকার ছাত্র ও ছাত্রীরা। ব্যাহত পঠন-পাঠন।
অভিভাবকদের অভিযোগ, ১৫ দিন ধরে মিড ডে মিল পরিষেবা বন্ধ। বিদ্যালয়কে জানানো সত্ত্বেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই এলাকার পড়ুয়ারা অনুপস্থিত থাকছে। যদিও স্কুলের শিক্ষক অর্ঘ পান জানিয়েছেন, ‘আমি শারীরিক অসুস্থ সেই কারণে আমি টিআইসি চার্জ নিতে পারছি না। বারবার স্কুল শিক্ষা দফতরে আবেদন করলেও আমি কোন সাড়া পাইনি’।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে কান্দি বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার সাফ জানিয়েছেন, অবিলম্বে মিড ডে মিল পরিষেবা চালু না হলে সংশ্লিষ্ট শিক্ষক আধিকারিক, এমনকি জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান তার বিরুদ্ধে অভিযোগ জানাতে বাধ্য হবেন।
তবে দুই শিক্ষকের দ্বন্দ্বের কারণে মিড ডে মিল পরিষেবা কবে মিলবে, কবে পঠন-পাঠন স্বাভাবিক হবে তা নিয়েই উঠছে প্রশ্ন।





