মঙ্গলবার সন্ধ্যায় ব্লক অফিসের পক্ষ থেকে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছিল জুয়েল রানার মায়ের হাতে। ঠিক তারপরেই এবার চাকুরিতে যোগদান করলেন ওড়িশায় খুন হওয়া শ্রমিকের মা। এর আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে জুয়েল রানার পরিবারকে দুই লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছিল। সেই আর্থিক সাহায্যের পাশাপাশি এবার স্থায়ী সরকারি চাকরি পেলেন নিহত জুয়েল রানার মা।
advertisement
নাজেমা বিবি
চাকুরি পেয়ে এদিন রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জুয়েল রানার মা। উল্লেখ্য, বেশ কিছু দিন আগে জীবিকার সন্ধানে ওড়িশায় কাজে গিয়ে নির্মমভাবে খুন হন জুয়েল রানা। ঘটনায় মুর্শিদাবাদ জেলা, রাজ্য তথা দেশজুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। ভিনরাজ্যে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছিল। সেই প্রেক্ষাপটে রাজ্য সরকার মানবিক পদক্ষেপ গ্রহণ করে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সার্বিকভাবে পাশে থাকার পাশাপাশি পরিবারকে দুই লক্ষ টাকা চেক দেওয়া হয়। শুধু তাই নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস অনুযায়ী জুয়েল রানার মাকে চাকরি দেওয়ার বন্দোবস্ত করে প্রশাসন। সুতি ব্লকের শ্রমিকের পাশে দাঁড়িয়ে তার মাকে চাকুরি দেওয়ায় এদিন মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান।






