মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের রাইহাট গ্রাম অন্য গ্রামের থেকে আলাদা। এই গ্রামটি এখন পরিচিত ‘মহিলা ঢাকিদের গ্রাম’ নামে। রাইহাট সরস্বতী মাতা উন্নয়ন ঢাক সমিতির সদস্যরা ঢাক বাজানোয় নিজেদের প্রতিভা দিয়ে ইতিমধ্যেই জেলাজুড়ে নাম কুড়িয়েছেন। মূল উদ্যোক্তা নিমাই দাস নিজে অক্লান্ত পরিশ্রম করে মহিলাদের প্রশিক্ষণ দিয়ে গড়ে তুলেছেন এই অভিনব গোষ্ঠী। আজ দুর্গোৎসবের ক’দিন আগে দিন-রাত সমান তালে চলছে প্রশিক্ষণ।
advertisement
মুর্শিদাবাদের ওই গ্রামের মহিলাদের কথায়, ঢাক বাজানো একসময় শুধু পুরুষদের ক্ষেত্র বলে ধরা হত। কিন্তু নিমাই দাসের হাত ধরে সেই বাঁধা ভেঙে আজকের দিনে তাঁরা সমান দক্ষতার সঙ্গে ঢাক বাজিয়ে উৎসব মাতাচ্ছেন। ফলে শুধু সংসারের কাজ নয়। সংসার সামলে ঢাক বাজাতে তৈরি তারাও।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সমিতির ঢাকিদের দাবি, এবছর দুর্গাপূজার মণ্ডপে তাঁদের ডাক পড়েছে একাধিক জায়গায়। গ্রামের মানুষজনও মহিলাদের কর্মকাণ্ডের এই সাফল্যে গর্বিত। তার কারণ মহিলা ঢাকিদের সৌজন্যেই এখন গ্রামের নাম সবাই জানতে পারছেন। রাইহাটের মহিলা ঢাকিদের আত্মবিশ্বাসী সুরেই শোনা গেল, “আমরা ঢাক বাজিয়ে প্রমাণ করতে চাই, নারী-পুরুষ সমানভাবে উৎসবের আনন্দ ভাগ করে নিতে পারে।”