ডিঙি উল্টে যাওয়ার এই ঘটনা জানাজানি হতেই নদীর তীরে ভিড় জমান এলাকাবাসী। সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে নেমে পড়েন স্থানীয় মৎস্যজীবীরা। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছেছে রানীনগর থানার পুলিশ।
আরও পড়ুনঃ পুজোর আগে ছোট ছোট ছেলেমেয়েদের ধরে ধরে শপিংমলে নিয়ে গেল পুলিশ, অবাক বাসিন্দারা! তারপর কী হল জানুন
নিখোঁজ যুবকের নাম গণেশ মন্ডল (৩৫)। বাড়ি রাধাগোবিন্দপুর। পরিবারের সদস্যরা নদীর তীরে উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়েন। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও অন্যান্য মৎস্যজীবীদের সঙ্গে ডিঙিতে করে নদীতে নেমেছিলেন গণেশ। ভোর চারটে নাগাদ মাছ ধরার সময় বাড়ি থেকে বেরিয়ে যান। সকাল ছ’টা নাগাদ নদীতে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার সময় একজন নৌকা চালক দেখতে পান। তারপরেই চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন।
advertisement
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রানীনগর থানার পুলিশ। উদ্ধারকার্য শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। মাছ ধরার জাল দিয়ে নিখোঁজ যুবকের খোঁজ শুরু হয়েছে। উৎকন্ঠায় পরিবারের সদস্যরা।