TRENDING:

পুজোর আবহে চরম বিপর্যয়! মাঝনদীতে ডিঙি উল্টে নিখোঁজ যুবক, নদীর তীরে অঝোরে কান্না পরিবারের

Last Updated:

Murshidabad Boat Accident: ডিঙি উল্টে যাওয়ার এই ঘটনা জানাজানি হতেই নদীর তীরে ভিড় জমান এলাকাবাসী। সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে নেমে পড়েন স্থানীয় মৎস্যজীবীরা। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছেছে রানীনগর থানার পুলিশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, প্রণব বন্দ্যোপাধ্যায়ঃ রানীনগরে মাঝনদীতে উল্টে গেল মাছ ধরার ডিঙি। নিখোঁজ এক যুবক। এবার ঘটনাস্থল মোহনগঞ্জ ঘোষ ঘাট এলাকা। সীমান্তবর্তী পদ্মা নদীতে মাছ ধরার সময় আচমকা একটি ডিঙি উল্টে যায়। ওই ডিঙিতে মোট পাঁচজন মৎস্যজীবী ছিলেন বলে জানা যাচ্ছে। তাঁদের মধ্যে চারজন তীরে উঠে এসেছেন। একজন এখনও নিখোঁজ।
মাঝনদীতে উল্টে গেল মাছ ধরার ডিঙি। প্রতীকী ছবি
মাঝনদীতে উল্টে গেল মাছ ধরার ডিঙি। প্রতীকী ছবি
advertisement

ডিঙি উল্টে যাওয়ার এই ঘটনা জানাজানি হতেই নদীর তীরে ভিড় জমান এলাকাবাসী। সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে নেমে পড়েন স্থানীয় মৎস্যজীবীরা। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছেছে রানীনগর থানার পুলিশ।

আরও পড়ুনঃ পুজোর আগে ছোট ছোট ছেলেমেয়েদের ধরে ধরে শপিংমলে নিয়ে গেল পুলিশ, অবাক বাসিন্দারা! তারপর কী হল জানুন

নিখোঁজ যুবকের নাম গণেশ মন্ডল (৩৫)। বাড়ি রাধাগোবিন্দপুর। পরিবারের সদস্যরা নদীর তীরে উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়েন। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও অন্যান্য মৎস্যজীবীদের সঙ্গে ডিঙিতে করে নদীতে নেমেছিলেন গণেশ। ভোর চারটে নাগাদ মাছ ধরার সময় বাড়ি থেকে বেরিয়ে যান। সকাল ছ’টা নাগাদ নদীতে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার সময় একজন নৌকা চালক দেখতে পান। তারপরেই চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছিল সোনার মূর্তি, ১২৬ বছর ধরে ঘটের জল অক্ষয়! রাজা মেহতাব চাঁদের প্রতিষ্ঠিত সোনার কালীবাড়ি
আরও দেখুন

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রানীনগর থানার পুলিশ। উদ্ধারকার্য শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। মাছ ধরার জাল দিয়ে নিখোঁজ যুবকের খোঁজ শুরু হয়েছে। উৎকন্ঠায় পরিবারের সদস্যরা।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুজোর আবহে চরম বিপর্যয়! মাঝনদীতে ডিঙি উল্টে নিখোঁজ যুবক, নদীর তীরে অঝোরে কান্না পরিবারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল