পুজোর আগে ছোট ছোট ছেলেমেয়েদের ধরে ধরে শপিংমলে নিয়ে গেল পুলিশ, অবাক বাসিন্দারা! তারপর কী হল জানুন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
দুর্গাপুজোর আগে ছোট ছোট ছেলেমেয়েদের ধরে ধরে শপিংমলে নিয়ে গেল পুলিশ, গোটা ঘটনায় অবাক এলাকার বাসিন্দারা, জানুন তারপর কী হল
দক্ষিণ দিনাজপুর, সুস্মিতা গোস্বামী: কথায় বলে পুলিশে ছুলে ১৮ ঘা, অথচ সেই পুলিশের কথা শুনলেই মুখগুলো উজ্জ্বল হয়ে ওঠে বেলাইন এলাকার ক্ষুদে শিশুরা। দুর্গাপুজোয় সকলের গায়েই উঠুক নতুন পোশাক, এই ভাবনা থেকে এক অভিনব উদ্যোগ উর্দিধারীদের। নিজের পছন্দ মতো জামাকাপড় কিনতে পেরে খুশি কচিকাঁচারা। শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের শিক্ষাদান নয়, পাশাপাশি আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে বালুরঘাট জিআরপি থানার উদ্যোগে দুস্থ ছাত্র-ছাত্রীদের জামাকাপড়, জুতো কিনে দেওয়া হয়। এদিন ক্ষুদে পড়ুয়াদের শহরের একটি নামি শপিংমলে গিয়ে তাদের পছন্দমতো জামাকাপড় কিনে দেওয়া হয়। নতুন পোশাক নিজেদের পছন্দমতো কিনতে পেরে খুশি পড়ুয়ারা।
শুধু তাই নয়, ষষ্ঠীর দিন তাদের পুজো পরিক্রমা করাতেও নিয়ে যাবে বালুরঘাট জিআরপি থানার পুলিশ। পুজো আসলেই একাধিক সংস্থা ছাত্র-ছাত্রীদের মধ্যে জামাকাপড় দিয়ে থাকেন। তবে সেখানে নিজস্ব পছন্দমতো জামা নিতে পারে না ক্ষুদেরা। শুধুমাত্র সাইজ অনুযায়ী তাদের হাতে জামাকাপড় তুলে দেওয়া হয়। কিন্তু পুজোর মুখে জিআরপি থানার উদ্যোগে চওড়া হাসি দেখা দিয়েছে এই সমস্ত পড়ুয়াদের মুখে। ছাত্র-ছাত্রীরা তাদের নিজের পছন্দ করা জামাকাপড়, জুতো কিনতে পেরে খুশি।
advertisement
advertisement
এই বিষয়ে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জিআরপি থানার ওসি রতন সরকার বলেন, “দুঃস্থ পরিবারের শিশুদের মুখে হাসি ফোটাতেই এই চেষ্টা। আসন্ন দুর্গাপুজোয় প্রত্যেকটি শিশুর মতো এইসমস্ত ক্ষুদে পড়ুয়ারাও যাতে নতুন পোশাক পরে আনন্দ মজা করতে পারে সেই কথা মাথায় রেখেই এই উদ্যোগ। পাশাপাশি পুজোর একটা দিন তাদের সকলকে সঙ্গে নিয়ে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দর্শনের ইচ্ছাও রয়েছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিগত প্রায় দুই বছর যাবত বালুরঘাট স্টেশনে রবিবার চলে পুলিশের উইনার্স এডুকেশন ক্লাসেস। যেখানে প্রায় ৪০ জন খুদে পড়ুয়া পড়াশোনা করে। এদিন পুলিশ কর্মীরা তাদের নিজেদের বেতনের টাকা দিয়ে ও কয়েকজনের সহযোগিতায় ওই সমস্ত স্কুল পড়ুয়াদের হাতে নতুন জামা কাপড় কিনে তুলে দেন। নতুন জামা, জুতো হাতে ক্ষুদেদের উচ্ছ্বাস দেখে স্থানীয় মানুষও পুলিশের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 23, 2025 10:54 AM IST