জানা গিয়েছে, হোতা সাঁকো মুর্শিদাবাদের একটি বিখ্যাত সেতু যা কাশিমবাজার এবং খাগড়ার মধ্যে সংযোগ স্থাপন করে। এটি বিষ্ণুপুর বিলের উপর অবস্থিত এবং কাশিমবাজার ও খাগড়ার মধ্যে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বর্তমানে পুরনো সেতু এবং মাধ্যমে কাশিমবাজার রাজ বাড়ি অঞ্চলে প্রবেশ করা যায়।
আরও পড়ুন: হুড়মুড়িয়ে গঙ্গায় তলিয়ে গেল আস্ত রাস্তা…! সামসেরগঞ্জে আশঙ্কায় আরও ১০ বাড়ি, দেখুন ভিডিও
advertisement
এটি একটি সরু সেতু এবং দুই দিকে ঢালু পথ আছে। যা শহরের মূল ভূখণ্ডের সঙ্গে কাশিমবাজারকে যুক্ত করে। কয়েক বছর আগেই বিষয়টি জানতে পেরে মুর্শিদাবাদের বহরমপুর তৎকালীন সময়ে সাংসদ অধীর চৌধুরীর নজরে আসে। ফলে পুরোনো সাঁকো রেখে পাশেই নতুন করে আরও একটি সাঁকো তৈরির পরিকল্পনা করেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সেই মত সাংসদ তহবিলের উন্নয়ন থেকেই ৪৮ লক্ষ টাকা ব্যয়ে একটি নতুন সাঁকো তৈরি করতে উদ্যোগী হন। তবে নতুন করে এই সেতু নির্মাণের পর আগামী দিনে উপকৃত হবেন এলাকার বাসিন্দারা। পাশাপাশি, অধীর চৌধুরীর আবেদন নতুন সেতু তৈরি করা হলেও ঐতিহাসিক পুরোনো সেতু যেন রাখা হয়।
কৌশিক অধিকারী